সাম্প্রদায়িক সহিংসতায় দায়ীদের শান্তি চান মিশিগান আ.লীগ নেতারা

বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের মিশিগানে।
মিশিগান মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ স্থানীয় সময় রোববার বিকেলে বাংলা টাউন খ্যাত হ্যামট্রামিক সিটির বঙ্গবন্ধুর মুর্যালের সামনে এই কর্মসূচি পালন করেছে।
সমাবেশে বক্তারা বলেন, দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই। এরা মানবতাবিরোধী ও দেশের শত্রু। পূজামণ্ডপে ভাঙচুর ও হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন প্রবাসী আওয়ামী লীগ নেতারা।
তারা বলেন, দেশে অসাম্প্রদায়িকতার নজির দীর্ঘ দিনের। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক রাষ্ট্রে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা মোটেও কাম্য নয়। হিন্দু-মুসলিমসহ সব ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে হবে। এজন্য যে কোনো মূল্যে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মিশিগান মহানগর আওয়ামী লীগ সভাপতি আব্দুস শাকুর খান মাখন। সঞ্চালনায় ছিলেন মিশিগান স্টেট যুবলীগ সেক্রেটারি শেখ বদরুদ্দোজা জুনেদ।
বক্তব্যে দেন মিশিগান মহানগর আওয়ামী লীগ সেক্রেটারি মোহাম্মদ মুতালিব, জয়েন্ট সেক্রেটারি মৃদুল কান্তি সরকার, মিশিগান স্টেট যুবলীগ সভাপতি মো. জাহেদ মাহমুদ আজিজ সুমন, জয়েন্ট সেক্রেটারি রুম্মান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, মিশিগান স্টেট স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক ইজাজুল ইসলাম, মিশিগান স্টেট ছাত্রলীগ আহ্বায়ক খাজা আফজাল হোসেন, পংকজ দাশ, নিপেশ সূত্রধর, সৌরভ চৌধুরী, প্রিয়াংকা চক্রবর্তী প্রমুখ।
এনএফ