পর্তুগাল বাংলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পর্তুগালের রাজধানী লিসবনে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৩টায় এ কমিটি গঠন করা হয়। পর্তুগাল মাল্টিকালচারাল অ্যাকাডেমিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের সভাপতি হিসেবে রনি মোহাম্মদ; সহ-সভাপতি হিসেবে যথাক্রমে ফরিদ আহমেদ পাটোয়ারী, এফ আই রনি এবং জহুরুল ইসলাম মুন; সাধারণ সম্পাদক হিসেবে মো. রাসেল আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ার এইচ খান ফাহিমের নাম ঘোষণা করা হয়েছে।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক তারিকুল হাসান আশিক, কোষাধ্যক্ষ জাহিদ কায়সার, প্রচার সম্পাদক এনামুল হক, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মহিউদ্দিন, সমাজকল্যাণ ও আন্তর্জাতিক সম্পাদক প্রিন্স আহমেদ ও দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আরশাদ সুমন, রবিউল ফয়সাল ও মুরাদ শেখ। সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রবীণ সাংবাদিক হুমায়ুন কবির।
পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সুখ-দুঃখ এবং অভিবাসন সম্পর্কিত বিভিন্ন তথ্য বাংলাদেশের জাতীয় দৈনিক এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশের মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছে দিতে কাজ করছে পর্তুগাল বাংলা প্রেসক্লাব।
এইচকে