আমিরাতে ভবন থেকে পড়ে বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এলাকায় ভবন থেকে পড়ে চট্টগ্রামের এক প্রবাসী প্রাণ হারিয়েছেন। তার নাম সৈয়দ মোহাম্মদ মোশাররফ হোসাইন (৩৩)। তিনি রাউজানের কদলপুর ইউনিয়নের মীর বাড়ির সৈয়দ মোহাম্মদ বেলালের তৃতীয় ছেলে।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের চাচা মাওলানা খালেদ আনছারী শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভাতিজা মোশাররফ করোলা গাড়ি চালাত। শুক্রবার সকাল ৮টার দিকে সে তার গাড়িতে করে কয়েকজন নির্মাণশ্রমিককে শারজায় পৌঁছে দিতে যায়। সেখানে একটি তিন তলা ভবনে উঠে ছাদ মনে করে প্লাস্টিকের সিলিংয়ে পা রাখে। সঙ্গে সঙ্গে সিলিং ভেঙে মোশাররফ নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।’
প্রতিবেশী রবিউল হোসেন সুমন বলেন, ‘মোশাররফরা ৪ ভাই, এক বোন। ভাইয়ের মধ্যে তৃতীয় ছিলেন মোশাররফ। তার ২টি অবুঝ সন্তান রয়েছে। মোশাররফ ছোটকালে বাবার সঙ্গে প্রবাসে গিয়েছিলেন। দুই বছর আগে তিনি বাড়ি এসেছিলেন। পরে আবারও গেলেন। কিন্তু তার আর ফেরা হলো না।’
এইচকে