সৌদি আরবে বঙ্গবন্ধু পরিষদের বিজয় দিবস উদযাপন

সৌদি আরবের আসির প্রদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) খামিস মুশাইতের একটি হোটেল মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম. এ. রহিম ফারুক মাহমুদীদের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা সাবেক ছাত্রলীগ নেতা আবুবকর কামাল। প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা শফিউল আজম।
বিশেষ বক্তা ছিলেন সহসভাপতি আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি ফারুক রহমান, সাংগঠনিক সম্পাদক আশরাফ চৌধুরী, রফিকুল ইসলাম নাছির, মো. নেজামউদ্দিন, জাহাঙ্গীর বিন এস. এম. ও ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইউসুফ।
এ সময় বক্তব্য রাখেন দফতর সম্পাদক এমদাদুল্লাহ চৌধুরী, আপ্যায়ন সম্পাদক ওয়াহেদ আলী, হারাধন শীল, মো. তোজামউদ্দীন, মো. মোস্তাক পেকুয়া, আব্দুল কুদ্দুস, পেয়ারুল ইসলাম প্রমুখ।
পরে ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউসূফের দোয়া মাহফিল ও ভোজ সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
এমএইচএস
