কাতারে যুবলীগের বিজয় দিবসের আলোচনা সভা

মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা করেছে আওয়ামী যুবলীগ কাতার শাখা। স্থানীয় সময় শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে কাতারের রাজধানী দোহা নাজমা সুন্দরবন রেস্টুরেন্টে বাংলাদেশের জাতীয় সংগীত ও শপথ বাণী পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
সংগঠনের সহ সভাপতি সেলিম রেজা সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন— সিনিয়র সহ সভাপতি কাজী আশরাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক এ এইচ মামুন, কবির হোসেন, শোয়েব আহমদ, আইন বিষয়ক সম্পাদক শেখ আব্দুর রহিম, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম জাহেদ, দোহা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, সহ সভাপতি খাইরুল বাসার রাজু, দোহা মহানগর যুবলীগ নেতা মোজাম্মেল হোসেন সোহাগ, মাইনুল হোসেন, ইব্রাহিম হাকিম, সাকিল আহমদ, মোশারফ হোসেন সিকদার, হোমসালাল শাখার সভাপতি নিজাম উদ্দিন ফারুক, হোমসালাল শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম মারুফ, সানাইয়া শাখার সহ সভাপতি মিজানুর রহমান, সাইদ আহমেদ, জয়নাল আবেদীন শক্তি, কাতার প্রবাসী গীতিকার জসীম উদ্দিন আকাশ প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে স্বাধীনতার পরাজিত শক্তি দেশ-বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখছে।
এসএসএইচ