মিশিগানের দর্শক-শ্রোতাদের প্রশংসায় কণ্ঠশিল্পী পৃথা

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে বাংলা গানের জগতে একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী পৃথা দেব। প্রবাসে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি।
গেল শনিবার (১ জানুয়ারি) রাতে মৃধা বেঙ্গল কালচারাল সেন্টারে ‘সুপ্রভাত মিশিগান’ এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নেচে গেয়ে দর্শকদের মাতিয়েছেন তিনি। পৃথার মিষ্টি গলার গান শুনে মুগ্ধ হন দর্শকরা। এছাড়া পৃথা গান গাওয়ার সময় দর্শক-শ্রোতাদের নাচতে দেখা গেছে।
সুনামগঞ্জ সদর উপজেলার মেয়ে পৃথা দেব। তার স্বামী অনুকূল দেবনাথ জানালেন পৃথা দেশে থাকতেও স্টেজ পারফরম্যান্স করে প্রশংসা কুড়িয়েছেন। পুরস্কারের ঝুলিটাও বেশ বড়। জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন তিনি। বিদেশে থেকেও গানের প্রতি তার ভালোবাসা প্রতিনিয়ত তাকে উজ্জীবিত করে বলে জানান পৃথা দেব।
জানতে চাইলে মিশিগানের বাসিন্দা বিপ্লব ও মাসুক বলেন, পৃথার গানের প্রতিভায় কিন্তু বিন্দুমাত্র কমতি নেই। সে গান না গাইলে স্টেজ জমে না। পৃথার গানের গলা এত ভালো, দর্শকদের ব্যাকুল করে দেয়। রাকিব নামে আরেক দর্শক বলেন, প্রবাসী শিল্পী পৃথা মানেই আলাদা আকর্ষণ।
এসএসএইচ