পর্তুগালে বসবাসের অনুমতি পেয়েছেন রেকর্ড সংখ্যক অভিবাসী

করোনা মহামারির মধ্যেই পর্তুগালে ১ লাখ ৯ হাজার বিদেশি নাগরিক দেশটিতে বসবাস করার অনুমতি হিসেবে রেসিডেন্ট কার্ড পেয়েছেন, যা মহামারি-পূর্ববর্তী ২০১৯ সালের প্রায় সমান। পর্তুগিজ বিদেশি এবং বর্ডার সার্ভিসের (এসইএফ) বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ডিয়ারিও দি নোটিসিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, পর্তুগালে বর্তমানে প্রায় ৭ লক্ষ ৭১ হাজার অভিবাসী বসবাস করছেন। যা অভিবাসী বসবাসের সংখ্যার দিক দিয়ে রেকর্ড। দেশটির ইতিহাসে এত বেশি অভিবাসী আর কখনো বসবাস করেননি।
২০২১ সালে এসইএফ প্রায় ২ লক্ষ ৯১ হাজার ৪০৯টি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, এরমধ্যে ২ লক্ষ ১৭ হাজার ৬৫৭টি ছিল সরাসরি। ৬ লক্ষ ৫৯ হাজার ৩৯৮টি ফোন কল গ্রহণ করেছে এবং ৪ লক্ষ ৫৩ হাজার ২৩৮ ইমেইলের উত্তর দিয়েছে।
উল্লেখ্য, পর্তুগাল ইউরোপের একমাত্র দেশ যেখানে স্বল্প সময়ে এবং সহজ শর্তে বসবাসের সুযোগ পাওয়া যায়। তাছাড়া পাঁচ বছর নিয়মিতভাবে বসবাস করলে নাগরিকত্ব লাভের সুযোগ দেয় দেশটি।
এইচকে