স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের

সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নেতারা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দুবাই হাবতুর প্যালেসে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। মন্ত্রী তাদের শুভেচ্ছা জানান।
আমিরাত বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মুহাম্মদ জাফর চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. আবুল ফজল, আমিরাত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন বাবু, রাস আল-খাইমা প্রদেশ শাখার সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন মল্লিকসহ আরও অনেকে সাক্ষাতে উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ফাউন্ডেশনের নেতারা।
আরএইচ
