দুবাইয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের মাতৃভাষা দিবস পালিত

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ দুবাই শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) দেরা দুবাইয়ের স্থানীয় একটি রেস্টুরেন্ট হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ দুবাই শাখার সভাপতি মুহাম্মদ রাসেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ আমিরাত কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মুহাম্মদ সালাহউদ্দিন মাহমুদ।
সাধারণ সম্পাদক রহিম উদ্দীন বাদশার সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব, দুবাই যুবলীগের সহ-সভাপতি শাহরিয়ার হোসেন সাহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নুরুল আবছার, সাখাওয়াত হোসেন রাসেল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ আনিস, সাইফুল ইসলাম টিপুপ চৌধুরী, আলমগীর, মুহাম্মদ বেলাল উদ্দিন, খাঁন মুহাম্মদ রুবেল, মুহাম্মদ বেলালসহ আরও অনেকে।
আলোচনা পর্বে বক্তারা বলেন, ভাষা আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যায়নি এবং পাকিস্তানের সরকার শেষ পর্যন্ত বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল।
তারা আরও বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন জাতীয় চেতনার উদ্ভব হয়েছিল এবং পরে এ চেতনা ধারণ করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি। বক্তারা প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মের নাগরিকদের মধ্যে মাতৃভাষা চর্চার গুরুত্ব আরোপ করেন।
জেডএস
