মেক্সিকোয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মেক্সিকোয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত আবিদা ইসলাম কর্তৃক জাতীয় সংগীতের সঙ্গে পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
উন্মুক্ত আলোচনা সভায় দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন এবং তাদের বক্তব্যে দিবসটির গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার বক্তব্যে সকল ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এরপর দূতাবাসের কর্মকর্তাদের অংশগ্রহণে সমবেত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের পরিসমাপ্তি ঘটে।

দিবসটি পালনে সহযোগিতা করেছে মেক্সিকো প্রজাতন্ত্রের সিনেটের আদিবাসী বিষয়ক কমিটি এবং ইবেরো-আমেরিকানা বিশ্ববিদ্যালয়। প্রথমবারের মতো এদিন বাংলাদেশ দূতাবাস মেক্সিকো প্রজাতন্ত্রের সিনেটের আদিবাসী বিষয়ক কমিটি এবং ইবেরো-আমেরিকানা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি আলোচনা সভার আয়োজন করে। এটি পরিচালনা করেন ইবেরো-আমেরিকানা ইউনিভার্সিটির আন্তর্জাতিক ব্যাচেলর বিষয়ক প্রশাসনের সমন্বয়ক ডক্টর অ্যারিবেল কন্ট্রিয়াস। অনুষ্ঠানটি প্রজাতন্ত্রের সিনেটের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।
মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক বিভাগের মহাপরিচালক রাষ্ট্রদূত ক্লডিয়া ফ্রাঙ্কো ইহুয়েলোস দিবসটি উপলক্ষে গৃহীত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগকে স্বাগত জানান।
এইচকে