শহীদ মিনারে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ

সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি রাতের প্রথম প্রহরে চেসকা রেস্টুরেন্ট হলে অস্থায়ী শহীদ মিনারে সংগঠনের সভাপতি এম এ মুছা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঈনুদ্দিন ফারুকের নেতৃত্বে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ভাইস চেয়ারম্যান ওসমান গনি; সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আকতার হোসেন, মোহাম্মদ জয়নুল হক; সহসভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন, মোহাম্মদ ফখরুউদ্দিন চৌধুরী ফারুক; যুগ্ম সম্পাদক প্রকৌশলী মহিউদ্দিন বেলাল রনি; বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনসুর আলী, মোহাম্মদ আমজাদ হোসেন; ক্রীড়া সম্পাদক আবুল কাসেম, আঞ্চলিক শাখা রাক সিটির রামস আঞ্চলিক শাখার মোহাম্মদ ইউসুপ, মোহাম্মদ ফোরকান আহম্মদ খোকন, আল জেইদ শাখার জিয়াউর রহমান, সোমাল শাখার মোহাম্মদ নাজিম, মোহাম্মদ এনামুল হক, মেরিজ শাখার আল আমিন, কোছাইদাদ শাখার মোহাম্মদ রোবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন/এইচকে