চোখ ওঠার কারণে পানি বের হলে অজু ভাঙবে?

চোখ ওঠা রোগের কবলে পড়তে হয় অনেককে। এই রোগটি একেবারে স্বাভাবিক হলেও এর কারণে ভীষণ জ্বালাপোড়া করে, কষ্টও পেতে হয়।
মারাত্মক কিছু না হলেও এই রোগে একেবারে গাছাড়া ভাব না দেখিয়ে দ্রুত চিকিৎসা গ্রহণের পাশাপাশি ধৈর্য ধারণ এবং মহান আল্লাহর কাছে এই সাময়িক কষ্টের প্রতিদান পাওয়ার আশা করা উচিত।
এই রোগে আক্রান্ত হলে চোখ থেকে পানি পড়ে। যেহেতু এই পানি জীবাণুবাহিত এবং স্বাভাবিক নয়, তাই অনেকের মনে প্রশ্ন জাগে কারো চোখ ওঠার কারণে চোখ দিয়ে পানি পড়লে অজু ভেঙে যায় কিনা?
এ বিষয়ে ফেকাহবিদ আলেমরা বলেন, চোখ ওঠা অবস্থায় চোখ দিয়ে যে পানি বের হয় তা নাপাক (অপবিত্র) নয়। কারণ, তা চোখের সাধারণ পানির মতোই। তাই তা বের হওয়ার কারণে ওযু ভাঙবে না।
অবশ্য চোখের ভেতর থেকে যদি পুঁজ বের হয়, কিংবা চোখের ভেতর ক্ষত হয়ে সেখান থেকে পানি বের হয় এবং তা চোখ থেকে গড়িয়ে পড়ে তাহলে অজু ভেঙে যাবে।
(ফাতহুল কাদীর ১/১৬৪; হালবাতুল মুজাল্লী ১/৩৭৮; আলবাহরুর রায়েক ১/৩২; রদ্দুল মুহতার ১/১৪৭; ফাতাওয়া রশীদিয়া, পৃ. ২৬৯)
এনটি