মাহরাম ছাড়া নারীদের বাইরে যাওয়া নিয়ে ইসলাম যা বলে

পর্দা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান। তবে নারী-পুরুষের জন্য নির্দিষ্ট কিছু মানুষের সাথে পর্দার বিধান নেই। তাদের সঙ্গে দেখা করার বিধান রয়েছে। এই মানুষদের মাহরাম বলা হয়। মূলত যাদের সঙ্গে বিয়ে হারাম বা অবৈধ এবং দেখা করা বা দেখা দেওয়া জায়েয বা বৈধ তাদেরকেই মাহরাম বলা হয়।
শরীয়তের বিধান অনুযায়ী, নারীদের জন্য তার মাহরাম পুরুষ ছাড়া ৪৮ মাইল বা এর থেকে বেশি দূরুত্বে সফর করা বা বের হওয়া জায়েজ নয়। এর কম হলে নারীরা পর্দার সঙ্গে শালীনভাবে একা একা বের হতে পারবে। তবে সবসময় মাহরাম পুরুষের সঙ্গে বাইরে বের হওয়াই ভালো। গাইরে মাহরামের সঙ্গে সফর করা মারাত্মক গুনাহের কাজ।
হাদিসে মাহরাম ছাড়া নারীদের একা বের হতে বা সফরে যেতে নিষেধ করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা মাহরাম ছাড়া সফর করবে না। (সহিহ বুখারি, হাদিস, ১০৮৬)
মূল কথা হলো, কোনো নারীর জন্য মাহরাম ছাড়া গাইরে মাহরামের সঙ্গে একা থাকা বা কোথাও বের হওয়া জায়েজ হবে না।
হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তায়ালা এবং কিয়ামত দিবসের উপর ঈমান রাখে এমন কোন নারীর জন্য জায়েজ নয়, তিন দিন বা এর থেকে বেশি দিনের সফর করে অথচ তার সাথে তার বাবা, তার ছেলে, বা তার স্বামী বা তার ভাই কিংবা কোন মাহরাম না থাকে। (সহিহ মুসলিম, হাদীস, ৪২৩)
(আহসানুল ফাতাওয়া-৪/৯৫, ফাতাওয়া হিন্দিয়া ১/১৪২)
এনটি