কিয়ামতের দিন নূরের মিম্বারে বসবেন যারা

মানুষের সঙ্গে ইনসাফ, সদাচরণের নির্দেশ দিয়েছে ইসলাম। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন,
إنَّ اللهَ يَأمُرُ بِالعَدْلِ وَالإِحْسَانِ
নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণতা ও সদাচরণের নির্দেশ দেন...। (সূরা নাহল, আয়াত, ৯০)
অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন,
وَأَقْسِطُوا إنَّ اللهَ يُحِبُّ الْمُقْسِطِينَ
সুবিচার কর। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালবাসেন। (সূরা হুজুরাত, আয়াত, ৯)
কিয়ামতের দিন ন্যায়পরায়ণ ব্যক্তির পুরস্কার হিসেবে পাবেন আরশের ছায়া। যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না।
এ সম্পর্কে এক হাদিসে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তায়ালা সাত ব্যক্তিকে সেই দিনে তার (আরশের) ছায়া দান করবেন যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না; (তারা হলেন) ন্যায়পরায়ণ বাদশাহ (রাষ্ট্রনেতা), সেই যুবক যার যৌবন আল্লাহ তায়াল্লার ইবাদতে অতিবাহিত হয়, সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে লটকে থাকে (মসজিদের প্রতি তার মন সবসময় আকৃষ্ট থাকে।) সেই দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টিলাভের উদ্দেশ্যে বন্ধুত্ব ও ভালোবাসা স্থাপন করে; যারা এই ভালোবাসার উপর মিলিত হয় এবং এই ভালোবাসার উপরেই চিরবিচ্ছিন্ন (তাদের মৃত্যু) হয়। সেই ব্যক্তি যাকে কোন সুন্দরী (অবৈধ যৌন-মিলনের উদ্দেশ্যে) আহবান করে, কিন্তু সে বলে, ’আমি আল্লাহকে ভয় করি।’ সেই ব্যক্তি যে দান করে গোপন করে; এমনকি তার ডান হাত যা প্রদান করে, তা তার বাম হাত পর্যন্তও জানতে পারে না। আর সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে; ফলে তার উভয় চোখে পানি বয়ে যায়। (বুখারি, ৬৬০, ১৪২৩, ৬৮০৬, মুসলিম, ২৪২৭)
ন্যায়পরায়ণ ব্যক্তির বিশেষ পুরস্কার সম্পর্কে হজরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তায়ালা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ন্যায়পরায়ণ শাসকেরা মহান আল্লাহর কাছে নূরের মিম্বারে অবস্থান করবে, যারা নিজেদের পরিবার-পরিজন ও অধীনদের মাঝে ন্যায়-ইনসাফ ও সততার সাথে শাসনকার্য পরিচালনা করে। (মুসলিম, হাদিস, ৪৮২৫)
এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, যারা নিজের অধিনস্থদের সঙ্গে ইনসাফপূর্ণ আচরণ করে ও ন্যায়পরায়নতার সাথে বিচার ফায়সালা করেন হাদিসে তাদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে। কিয়ামতের দিন তারা সত্যিকারভাবে নূরের মিম্বারের ওপর আসন গ্রহণ করবেন। কিয়ামাতের দিন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বিশেষ সম্মান হিসেবে এই পুরস্কার দেওয়া হবে। আর তাদের মিম্বারগুলো রহমান অর্থাৎ, দয়াময় আল্লাহর ডান পাশে থাকবে।
হাদীসের শিক্ষা
>>ইনসাফ ও ন্যায়পরায়ণতার ফজিলত বর্ণনা করা হয়েছে হাদিসে এবং তার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে।
>> কিয়ামতের দিন ইনসাফ ও ন্যায়পরায়ণ ব্যক্তিদের পুরস্কার বর্ণনা।
>>কিয়ামতের দিন ঈমানদারদের মর্যদার পার্থক্য হবে তাদের আমল অনুযায়ী।
এনটি