বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর পরিবার না মানলে করণীয়

প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষের বিয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে ইসলাম। স্বচ্ছ-সুন্দর ও পবিত্র পবিত্র জীবনযাপনের জন্য বিয়ে গুরুত্বপূর্ণ। পবিত্র
কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিয়ে সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ন, তাদেরও। তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। যারা বিয়েতে সামর্থ্য নয়, তারা যেন সংযম অবলম্বন করে— যে পর্যন্ত না আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করে দেন। (নূরা নুর, আয়াত, ৩২-৩৩)
পবিত্র জীবন
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, ‘হে যুব সম্প্রদায়! তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে নেয়, কেননা তা চক্ষুকে সংযত রাখে এবং লজ্জাস্থান রক্ষা করে। (বুখারি, হাদিস, ৫০৬৬; মুসলিম, হাদিস, ১৪০০)
অভিভাবকের মতামতের গুরুত্ব
ইসলামি বিধান অনুযায়ী বিয়ের ক্ষেত্রে অভিভাবকদের অভিমত, অনুমতি গুরুত্বপূর্ণ। এক হাদিসে এ বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘অভিভাবক ছাড়া বিয়ে সংঘটিত হয় না।’ (তিরমিজি, হাদিস, ১১০১; আবু দাউদ, হাদিস, ২০৮৩)
অভিভাবকের মতামতকে গুরুত্ব দেওয়ার কারণ হলো অনেক সময় বয়স কম হওয়ার কারণে এবং জ্ঞান পরিপূর্ণ না হওয়ার কারণে ছেলে-মেয়েরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এ জন্য ইসলামে অভিভাবকের সম্মতির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে।
পরিবার না মানলে...
তাই কেউ যদি বিয়ের আগে কোনো নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে থাকে; কিন্তু পরিবার যদি ভালো-মন্দ কোনো বিষয় বিবেচনা করে তা মানতে না চায় তাহলে এমন প্রতিশ্রুতি মানা বা পূরণ করা আবশ্যক নয়। কারণ, শরীয়তে বিয়ের আগের এমন প্রতিশ্রুতি বা ওয়াদা করার কোনো সুযোগ নেই।
আরও পড়ুন
এছাড়া শরীয়ত বিরোধী নয় এমন কোনো নির্দেশ ছাড়া মা-বাবার আনুগত্য করা অপরিহার্য। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন,
وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡهِ ۚ حَمَلَتۡهُ اُمُّهٗ وَهۡنًا عَلٰی وَهۡنٍ وَّ فِصٰلُهٗ فِیۡ عَامَیۡنِ اَنِ اشۡکُرۡ لِیۡ وَ لِوَالِدَیۡکَ ؕ اِلَیَّ الۡمَصِیۡرُ
আর আমি মানুষকে তার পিতা-মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করেছে, আর তার দুধ ছাড়ানো হয় দু’বছরে। কাজেই আমার প্রতি ও তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও। ফিরে আসা তো আমারই কাছে। (সূরা লোকমান, (৩১), আয়াত,১৪)।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ‘মা-বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি ও মা-বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি’ (তিরমিজি, হাদিস,১৮৯৯, মিশকাত, হাদিস, ৪৯২৭)
তবে পরিবার রাজি না হওয়ার পরও কেউ যদি নিজে নিজে বিয়ে করে ফেলে তাহলে বিয়ে হয়ে যাবে।
এনটি