সোমালিয়ান, নাইজেরিয়ান হজযাত্রীদের স্বাগত জানানোর দৃশ্য

শুরু হয়েছে চলতি বছরের হজ মৌসুম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন হজযাত্রীরা। সোমালিয়া থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে ১১ মে।
এ বছর মোট ১১,৫০০ সোমালি হজে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে নাইজেরিয়ান হজযাত্রীদের প্রথম দল সৌদি আরবের মদিনায় পৌঁছেছে ৯ মে। নাইজেরিয়া ইমো রাজ্যের ওওয়েরি থেকে যাত্রা শুরু করা প্রথম ফ্লাইটটি আবিয়া, বেয়েলসা এবং ইমো রাজ্যের হজযাত্রীদের বহন করেছিল।
আরও পড়ুন
নাইজেরিয়ান হজযাত্রীরা মদিনায় পৌঁছানোর পর সৌদি আরবে নাইজেরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ড. ইব্রাহিম মোদিবো উমর হজযাত্রীদের স্বাগত জানান।
ছবিতে নাইজেরিয়া ও সোমালিয়ার হজযাত্রীদের স্বাগত জানানোর দৃশ্য—




সূত্র : ইনসাইড দ্য হারামাইন
এনটি