জিলহজ মাসে যেসব কাজ থেকে বিরত থাকবেন

ফজিলতপূর্ণ মাসগুলোর একটি জিলহজ মাস। এই মাসের প্রথম দশকের আমলের বিশেষ ফজিলত রয়েছে। ফজিলত পেতে হাদিসের আলোকে আমল করা উচিত। এই মাসের ফজিলতকে ঘিরে কিছু ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। এসব থেকে বিরত থাকা জরুরি।
জিলহজ মাস কেন্দ্রিক ভিত্তিহীন কিছু আমল তুলে ধরা হলো—
১. জিলহজ মাসের জন্য বিশেষ কোনো নামাজ পড়া।
>> অনেকে মনে করেন, জিলহজ মাসের প্রথম ১০ দিন প্রত্যেক রাতে বিশেষ নামাজ পড়া সুন্নত। এই নামাজে সূরা ফাতিহার পর সূরা কাউসার তিন বার পড়তে হয়।
আবার অনেকে মনে করেন, জিলহজ মাসের জুমার দিন দুই দুই রাকাতের নিয়ত করে মোট ছয় রাকাত নফল নামাজ আদায় করতে হয়। আলেমদের মতে এসবের কোনো ভিত্তি নেই। এগুলো শরীয়ত সমর্থিত কোনো আমল নয়।
আরও পড়ুন
১. পাঁচ জিলহজ পর্যন্ত ফজরের নামাজের পর বিশেষ দোয়া পড়া ফজিলতপূর্ণ মনে করেন অনেকে।
আলেমদের মতে, পাঁচ জিলহজ পর্যন্ত বিশেষ দোয়া পড়ার ধারণা সম্পূর্ণই ভিত্তিহীন ও বানোয়াট।
মূলত জিলহজের প্রথম দশকের আমল ও ফজিলত সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। কিন্তু বাজারে প্রচলিত বিভিন্ন বইয়ে কিছু ভিত্তিহীন আমলের কথা বর্ণিত হয়েছে। এগুলো বিশ্বাস করা যাবে না। আল্লাহ আমাদের ভিত্তিহীন বিষয়গুলো থেকে রক্ষা করুন এবং নির্ভরযোগ্য বিষয়গুলো জেনে সে অনুযায়ী আমল করার তাওফিক দান করুন।