মসজিদুল হারামের ভিড় নিয়ন্ত্রণ করবে এআই

ভিড় নিয়ন্ত্রণে মসজিদুল হারামের প্রবেশপথে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ। এর মাধ্যমে মসজিদুল হারামের প্রবেশপথগুলোতে আধুনিক প্রযুক্তির উন্নত ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কর্তৃপক্ষ।
সৌদি সংবাদ মাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, এই অত্যাধুনিক এআই-ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে মসজিদুল হারামের ভিড় সুচারুভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে।
আরও পড়ুন
এই সিস্টেমে ব্যবহৃত উন্নত সেন্সর এবং সংবেদনশীল ক্যামেরার মাধ্যমে মসজিদুল হারামে প্রবেশ ও প্রস্থানকারী জিয়ারতকারীদে সংখ্যা সঠিকভাবে নির্ণয় করা যায়।
এই প্রযুক্তির ফলে প্রশাসনের পক্ষে আগতদের ভিড়পূর্ণ এলাকায় যাওয়া থেকে বিরত রেখে বিকল্প পথ উন্মুক্ত করার সুযোগ থাকে। এতে তাদের চলাচল নির্বিঘ্ন ও সহজ হয়।
বিশেষ করে ‘মাতাফ’ (তাওয়াফের স্থান) এর অবস্থা সঠিকভাবে বোঝার জন্য সেন্সর ও ক্যামেরাভিত্তিক এই উন্নত প্রযুক্তি অত্যন্ত কার্যকর প্রমাণিত হচ্ছে। এর মাধ্যমে ভিড়ের পরিমাণ বুঝে জিয়ারতকারীদের অন্য জায়গায় স্থানান্তর করা যায়।
মসজিদুল হারামের প্রবেশপথে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সিস্টেম সংবেদনশীল ক্যামেরা ও স্ক্যানার দ্বারা পরিচালিত। এটি জিয়ারতকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সূত্র : আল আরাবিয়া