এক বছরে ২ কোটি মুসল্লি মসজিদুল হারামের সেবা গ্রহণ করেছেন

এক বছরে মক্কার মসজিদুল হারামে উন্নত ও আধুনিক সেবার সুফল পেয়েছেন দুই কোটির বেশি হাজি, ও জিয়ারতকারী। মসজিদুল হারাম ও মসজিদে নববীর জেনারেল অথরিটি এই তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪৪৬ হিজরি সনে পবিত্র মসজিদুল হারামে আগত দুই কোটির বেশি হাজি ও জিয়ারতকারী তাদের উন্নত ও আধুনিক সেবার সুফল পেয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদুল হারামে আগতদের জন্য যেসব সেবা প্রদান করা হয়েছে, এতে ১৭ মিলিয়নের বেশি মানুষ দিকনির্দেশনা ও গাইডেন্স সেবা পেয়েছেন। ৩২ লাখ ৮০ হাজারের বেশি ব্যক্তি কার্ট সেবা গ্রহণ করেছেন। ২ লাখ ২৭ হাজারের বেশি মানুষ লাগেজ সংরক্ষণ সেবা ব্যবহার করেছেন। এছাড়াও ৫ লাখ ২৫ হাজারের বেশি হাজী তাহাল্লুল সেবা গ্রহণ করেছেন।
আরও পড়ুন
এই সময় আগত ইবাদতকারীদের মাঝে ৩৬ লাখ ৬০ হাজারের বেশি জামজমের বোতল বিতরণ করা হয়েছে। মসজিদের অভ্যন্তর ও চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ৯,৭০০ টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র দুই মসজিদের আগত হজ ও ওমরাযাত্রীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার লক্ষ্যে সৌদি ভিশনের সাথে মিল রেখে তারা উচ্চমানের সেবা প্রদান নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র : সৌদি গেজেট