নামাজে কিরাত পড়ার সময় আয়াত ভুলে গেলে কী করবেন?

নামাজে সুরা ফাতিহার সঙ্গে অন্য একটি সুরা মিলিয়ে পড়তে হয়। অনেক সময় নামাজে দাঁড়িয়ে সুরার কোনো আয়াত মনে পড়ে না। তখন ইমাম বা যিনি নামাজ পড়ছেন তার করণীয় কী?
এমন পরিস্থিতিতে করণীয় বিষয়ে আলেমরা বলেন—
কোনো ব্যক্তি নামাজের তিলাওয়াতে কোনো অংশ ভুলে গেলে সেটি যদি সুরা ফাতিহায় হয়, তাহলে অবশ্যই শুধরে নিতে হবে। অর্থাৎ আবার পড়তে হবে। কেননা, সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না।
আরও পড়ুন
সুতরাং কেউ যদি সুরা ফাতিহার কোনো অংশ ভুলে যায় কিংবা এমন কোনো ভুল করে যা অর্থকে পরিবর্তন করে দেয়; তাহলে ভুলটি সংশোধন করা ছাড়া তার নামাজ সুদ্ধ হবে না।
যদি ভুলটি ফাতিহা ছাড়া অন্য কোনো সুরায় হয়, তাহলে নামাজ সহি হতে পারে। কারণ, সুরা ফাতিহার পর অন্য সুরা পড়া পড়া সুন্নত; ওয়াজিব নয়।
আলেমরা বলেন, কেউ যদি সুরা পড়তে ভুলে যান বা সুরার কোনো অংশ ভুলে যান তিনি ভুলটিকে শুদ্ধ করার বা ভুলে যাওয়া অংশ স্মরণ করার চেষ্টা করবেন। যদি তা না পারেন তাহলে এ আয়াতটি বাদ দিয়ে পরের আয়াতে চলে যেতে পারেন কিংবা সুরাটি বাদ দিয়ে অন্য একটি সুরা পড়তে পারেন অথবা রুকুতে চলে যেতে পারেন। কেউ যদি এর কোনো একটিও করেন, কোনো অসুবিধা নেই।
তবে উত্তম হলো, পবিত্র কোরআনের যে অংশ ভালো মুখস্থ আছে নামাজে শুধু সে অংশ থেকে পড়া যাবে। যাতে করে তিনি কোনো সংশয়ে না পড়েন। (ফাতাওয়াল লাজনাদ দায়িমা (৫/৩৩৭)