আসরের পর জানাজা নামাজ পড়া যাবে?

ইসলামে জানাজার নামাজের গুরুত্ব অনেক বেশি। মৃতের জানাজা, কাফন-দাফন ইত্যাদি জীবিত মুসলমানদের ওপর মৃতদের অধিকার এবং অবশ্য পালনীয় ফরজ নির্দেশ। কোনো মুসলমান মারা গেলে তার জানাজার নামাজ আদায় করা ফরজে কিফায়া।
হাদিসের প্রসিদ্ধ মৌলিক ছয়টি গ্রন্থসহ অন্যান্য হাদিসের গ্রন্থগুলো হয়েছে যে, মহানবী (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে, সে এক ‘কিরাত’ পরিমাণ নেকি লাভ করে আর যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে এবং তার দাফনের কাজে অংশগ্রহণ করে, সে দুই ‘কিরাত’ পরিমাণ সওয়াব লাভ করে।”
কোনো এক সাহাবি প্রশ্ন করল, ‘হে আল্লাহর রাসুল! দুই কিরাত কী?’ নবী করিম (সা.) বললেন, ‘দুই কিরাতের ক্ষুদ্রতম কিরাত ওহুদ পাহাড়ের সমান।’ (ইবনে কাছির)
উসমান (রা.) বর্ণিত রয়েছে- মহানবী (সা.) যখন কোনো মৃত ব্যক্তির দাফনকাজ শেষ করতেন— তখন কবরের পাশে দাঁড়িয়ে সাহাবাদের বলতেন, ‘তোমাদের ভাইয়ের জন্য তোমরা ক্ষমার দোয়া করো। আল্লাহর কাছে প্রার্থনা করো- তিনি যেন তাকে ঈমানের ওপর দৃঢ় ও অবিচল রাখেন। তাকে এখনই জিজ্ঞাসাবাদ করা হবে।’ (আবু দাউদ, হাদিস : ৩২২১)
কেউ মারা গেলে দেরি না করে যত দ্রুত সম্ভব তার কাফন ও জানাজা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সা.) বলেছেন, তোমরা জানাজা দ্রুত নিয়ে যাও। কেননা মৃত বক্তি যদি নেক লোক হয়, তাহলে কল্যাণের দিকেই তোমরা তাকে নিয়ে যাচ্ছ। আর যদি মন্দ হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের ঘাড় থেকে আপদ সরিয়ে দিচ্ছ। (সহিহ বুখারি ১৩১৫, সহিহ মুসলিম: ৯৪৪)
তবে তিনটি সময়ে জানাজা ও অন্যসব নামাজ পড়তে নিষেধ করেছেন নবীজি। উকবা ইবনে আমের (রা.) বলেন, তিনটি সময় এমন রয়েছে, যাতে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের নামাজ পড়তে বা আমাদের মৃতদেরকে দাফন করতে (অর্থাৎ তাদের জানাজা আদায় করতে) নিষেধ করতেন।
১. সূর্য উদিত হওয়ার সময় থেকে ওপরে ওঠা পর্যন্ত। ২. দ্বিপ্রহরে সূর্য ঠিক মধ্যাকাশ থেকে হেলে যাওয়া পর্যন্ত। ৩. সূর্য হলুদ হয়ে যাওয়ার পর থেকে অস্ত যাওয়া পর্যন্ত। (সহিহ মুসলিম: ৮৩১)
তাই এ তিন সময়ে জানাজা উপস্থিত হলে এ সময়গুলো অতিক্রান্ত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তারপর জানাজা পড়তে হবে।
আসরের পর জানাজা পড়া নিষিদ্ধ নয়। শেষ বিকেলে সূর্যের রঙ হলুদ হয়ে যাওয়ার আগ পর্যন্ত জানাজা পড়া যাবে। সূর্যের রঙ হলুদ হয়ে গেলে তখন জানাজা না পড়ে সূর্য ডোবার জন্য অপেক্ষা করে মাগরিবের পর জানাজা পড়তে হবে।
তবে যদি কোনো ক্ষেত্রে দেরি করলে করলে লাশের ক্ষতি হওয়ার আশংকা থাকে, অভিভাবক ও আত্মীয়দের বেশি সমস্যা হয় বা রাতে দাফন করতে অসুবিধা হওয়ার আশংকা থাকে, তাহলে নিষিদ্ধ সময়েও জানাযা আদায় করে নিতে পারবে।
এনটি