জান্নাতের সর্বোচ্চ স্তর কোনটি?

জান্নাতের সর্বোচ্চ স্থান কোনটি? এ বিষয়ে আলেমদের মতামত হলো—ফেরদৌস হলো জান্নাতের সর্বোচ্চ স্তর। তাফসিরকার ইমাম তাবারী উল্লেখ করেন, সাহাবা ও তাবেয়িনদের ব্যাখ্যা অনুযায়ী, ফেরদৌস হলো জান্নাতের কেন্দ্রস্থল, সবচেয়ে উঁচু ও শ্রেষ্ঠ অংশ। কাব (রহ.) বলেন, জান্নাতের মধ্যে ফেরদৌসের চেয়ে উঁচু আর কোনো স্তর নেই।
হাদিসেও এ বিষয়টি সুস্পষ্ট। রাসুল (সা.) বলেন, জান্নাতে একশত স্তর রয়েছে… তার মধ্যে সবচেয়ে উঁচু হলো ফেরদৌস, সেখান থেকেই জান্নাতের চার নদী উৎসারিত হয়, এবং তার ঠিক উপরে রয়েছে আরশ।
অর্থাৎ, জান্নাতের সাধারণ স্তরগুলোর মধ্যে সর্বোচ্চ হলো ফেরদৌস। তবে এর মধ্যেও আরও একটি বিশেষ স্থান রয়েছে। আর তাহলো, আল-ওসীলাহ’, যা একমাত্র নবী মুহাম্মদ (সা.)–এর জন্য নির্ধারিত।
হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, ওসীলাহ হলো জান্নাতের সর্বোচ্চ মর্যাদা; এটি শুধু একজন ব্যক্তিকে দেওয়া হবে, এবং আমি আশা করি সেই ব্যক্তি আমি।
এ ব্যাখ্যা থেকে আলেমরা সিদ্ধান্তে পৌঁছেছেন, ফেরদৌস জান্নাতের সর্বোচ্চ স্তর, আর এর মধ্যেও সবচেয়ে উঁচু ও মর্যাদাবান স্তর হলো ‘ওসীলাহ’, যা শুধু নবী মুহাম্মদ (সা.)–এর জন্য সংরক্ষিত।
ফেরদৌসে কি সবার জন্য সমান?
তাফসিরবিদদের মতে, ফেরদৌসের ভেতরেও স্তরভেদ রয়েছে। অর্থাৎ যারা ফেরদৌসে প্রবেশ করবে, সবার নসিব এক হবে না। তাদের আমল, ঈমান, নেক আমল ও মর্যাদার ভিত্তিতে পার্থক্য থাকবে।
গবেষক আলেমদের ভাষায়, ফেরদৌসই জান্নাতের সর্বোচ্চ স্তর; তবে এর ভেতরেও ধাপে ধাপে উন্নত স্তর রয়েছে, যার শীর্ষে রয়েছে ওসীলাহ।
বিশেষজ্ঞ আলেমদের মতে—
- ফেরদৌস হলো জান্নাতের সর্বোচ্চ স্তর।
- ওসীলাহ হলো ফেরদৌসের সবচেয়ে উচ্চ মর্যাদাসম্পন্ন স্তর, যা শুধু নবী মুহাম্মদ (সা.)–এর জন্য নির্ধারিত।
- এবং আমল ও মর্যাদা অনুযায়ী ফেরদৌসে প্রবেশকারীদের স্তর ভিন্ন ভিন্ন হবে।
সূত্র : ইসলাম ডট ওয়েব নেট
এনটি