বয়স্ক ও প্রতিবন্ধী মুসল্লিদের সুবিধায় মসজিদুল হারামে নতুন ব্যবস্থা

মসজিদুল হারামে বয়স্ক ও প্রতিবন্ধী মুসল্লিদের যাতায়াত সহজ করতে বিশেষভাবে নির্ধারিত পথ চালু করেছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ। এই উদ্যোগের লক্ষ্য হলো প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম জিয়ারতকারীদের মসজিদুল হারামে প্রবেশ ও বের হওয়ার সময় সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা।
হারামাইন কর্তৃপক্ষ জানায়, আজিয়াদ সেতু, আল-মারওয়া লিফট, আল-আরকাম সেতু ও আল-আরকাম লিফট হয়ে মসজিদুল হারামে প্রবেশের জন্য আলাদা ট্র্যাক নির্ধারণ করা হয়েছে। এসব পথ মূলত হুইলচেয়ার ব্যবহারকারী জিয়ারতকারীদের জন্য বরাদ্দ, যাতে তাদের চলাচলে কোনো ধরনের ভোগান্তি না হয়।
কর্তৃপক্ষ আরও জানায়, নির্ধারিত এসব পথে হুইলচেয়ার চলাচলের জন্য ঢালু র্যাম্প বা ট্র্যাক স্থাপন করা হয়েছে, যা বয়স্ক ও প্রতিবন্ধী মুসল্লিদের জন্য নিরাপদ ও সুবিধাজনক।
ওমরাহ পালনকারীদের সুবিধার্থে হারামাইন প্রশাসন বিশেষ গাইড ব্যবস্থাও চালু করেছে। এসব গাইডে নির্ধারিত পথগুলোর স্পষ্ট নির্দেশনা দেওয়া রয়েছে, যাতে ভিড়ের সময়েও জিয়ারতকারীরা সহজে ও নির্বিঘ্নে মসজিদুল হারামে প্রবেশ করতে পারেন।
হারামাইন কর্তৃপক্ষের এই উদ্যোগকে বয়স্ক ও প্রতিবন্ধী মুসল্লিদের জন্য সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এনটি