তুরস্কে ১২২ কোরআনের হাফেজকে সংবর্ধনা

তুরস্কের বুরদুর প্রদেশে ১২২জন কোরআনের হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়। বুরদুর প্রাদেশিক মুফতি কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হিফজ কোর্স শেষে তারা এ সাফল্য অর্জন করেন।
বুরদুরের একটি ইনডোর স্পোর্টস হলে আয়োজিত এ অনুষ্ঠানে শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তুরস্কের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিয়ে প্রস্তুত করা একটি স্লাইডশো প্রদর্শন করা হয়। এরপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা এগিয়ে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বুরদুরের গভর্নর তুলায় বাইদার বিলগিহান কোরআনের হাফেজ শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, বিশ্বের বহু অঞ্চলে আমাদের ভাই-বোনদের ওপর নিপীড়ন চলছে এবং তারা কঠিন সংগ্রাম করে চলেছেন, আমরা এর প্রত্যক্ষ সাক্ষী। এই সংগ্রামে দৃঢ় মনোবল নিয়ে টিকে থাকতে হলে কোরআনের বাণী থেকে বিচ্যুত হওয়া যাবে না এবং জীবনের পথনির্দেশক হিসেবে হৃদয়ে কোরআনকে ধারণ করতে হবে।
অনুষ্ঠানে কোরআন হিফজের আধ্যাত্মিক ও শিক্ষাগত গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এই ১২২ শিক্ষার্থীর সাফল্য তাদের ধর্মীয় ও শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতে তারা সমাজে কোরআনের আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশেষ দোয়া করা হয়।
সূত্র : ইয়েনি শাফাক
এনটি