মসজিদুল আকসার কুব্বাতুস সাখরা ভেতর থেকে দেখতে কেমন?

কুব্বাতুস সাখরা (ডোম অব দ্য রক) সেই স্থানে অবস্থিত, যেখান থেকে মেরাজের রাতে আসমান ভ্রমণ শুরু করেছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। সেখানে তিনি পূর্ববর্তী নবীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এটি মসজিদুল আকসার উত্তর দিকের অংশে জামে কিবলি মসজিদের সম্মুখভাগে অবস্থিত।
এই গম্বুজটি নিয়মিত সংস্কার কাজের আওতায় থাকে। তবে পবিত্র রমজান মাসে সাধারণত এসব সংস্কারকাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়, সংস্কার-সরঞ্জাম সরিয়ে নেওয়া হয় এবং নারীদের আগমনের জন্য স্থানটি প্রস্তুত করা হয়।
গম্বুজটির ভেতরের অলংকরণ; দক্ষ কারুশিল্পীদের হাতে তৈরি লেখা, ক্যালিগ্রাফি এবং সোনালি নকশা দেখতে কেমন তুলে ধরা হলো এখানে—

ডোম অফ দ্য রক আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আল-কিবলি মসজিদের বিপরীতে অবস্থিত।

ডোম অফ দ্য রক মোজাইক দিয়ে তৈরি যা ক্ষতিগ্রস্ত হলে সংস্কার করা হয়।

বর্তমানে যে আয়তনে গম্বুজটি রয়েছে, এর নির্মাণ কাজ শুরু হয় হিজরী সপ্তম দশকে উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের শাসনামলে।

উসমানীয় সুলতান, সুলতান সুলেমান আল কানুনীর শাসনামলে গম্বুজটি টাইলস দিয়ে সজ্জিত করা হয়েছিল।

ডোম অফ দ্য রক ভবনে ৫৬টি রঙিন কাচের জানালা রয়েছে।

গম্বুজটির উপরে একটি পাথর রয়েছে যেখান থেকে নবীজি (সা.) ইসরা ও মিরাজের ঘটনার সময় আসমান ভ্রমণ শুরু করেছিলেন বলে ধারণা করা হয়।

যুগ যুগ ধরে মুসলিম শাসকদের দৃষ্টি আকর্ষণ করেছে ডোম অফ দ্য রক।

রমজান মাস এবং শুক্রবারে ডোম অফ দ্য রকের সংরক্ষিত নামাজ কক্ষে নারীরা নামাজ আদায় ও ইবাদত পালন করেন।

দুর্লভ সোনালী কাগজ ও মূল্যবান উপকরণ ব্যবহার করে কারিগররা গম্বুজটি সংস্কার করছেন।

গম্বুজটির নির্মাণ সমাপ্তির তারিখ নিয়ে মতবিরোধ রয়েছে, তবে এটি সম্ভবত ৭২ হিজরিতে নির্মিত হয়েছে।
সূত্র : আল জাজিরা
এনটি