মক্কায় ১৫শ শতকের কোরআনের দুর্লভ পাণ্ডুলিপি প্রদর্শনী

পবিত্র নগরী মক্কার হিরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত দ্য হলি কোরআন মিউজিয়ামে প্রদর্শন করা হচ্ছে পবিত্র কোরআনের একটি অত্যন্ত দুর্লভ পাণ্ডুলিপি। এর বয়স আনুমানিক ১৫শ শতক বা হিজরি নবম শতাব্দীর বলে ধারণা করা হচ্ছে।
লেভান্টাইন নাসখ লিপিতে লেখা এই পাণ্ডুলিপিটি এর সূক্ষ্ম অলংকরণ ও নান্দনিক স্বর্ণালংকারের জন্য বিশেষভাবে নজর কাড়ছে। শতাব্দীর পর শতাব্দী ধরে পবিত্র কোরআনের প্রতি মুসলমানদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন দেখা যায় এই হাতে লেখা কপিটির নকশা ও শৈল্পিক সৌন্দর্যে।
এই মূল্যবান পাণ্ডুলিপিটি সংরক্ষিত রয়েছে কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজে। কোরআন জাদুঘরের বর্তমান প্রদর্শনীটি একটি যৌথ উদ্যোগের অংশ, যার লক্ষ্য কোরআনের ঐতিহ্যবাহী সম্পদ ও বিরল পাণ্ডুলিপিগুলো জনসাধারণের সামনে তুলে ধরা।
আয়োজকদের মতে, এ ধরনের প্রদর্শনী দর্শনার্থীদের জন্য শুধু ধর্মীয় নয়, বরং সাংস্কৃতিক ও বৌদ্ধিক অভিজ্ঞতাকেও সমৃদ্ধ করে। ইতিহাস, শিল্প ও ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ হিসেবে এই প্রদর্শনী ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে।
উল্লেখ্য, মক্কার হিরা কালচারাল ডিস্ট্রিক্টে গড়ে ওঠা দ্য হলি কোরআন মিউজিয়াম কোরআনের ইতিহাস, সংরক্ষণ ও শিল্পরীতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সূত্র : সৌদি গেজেট
এনটি