মসজিদুল হারামে নামাজ আদায় ফের স্বাভাবিক

মক্কার মসজিদুল হারামে নামাজ আদায়ের নিয়ম আবার স্বাভাবিক করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যাবে। আগের মতো ‘ইতামারনা’ অ্যাপের মাধ্যমে নামাজ পড়তে নিবন্ধন করতে হবে না। তবে জুমা ও ওমরাহর জন্য আগের নিয়ম বহাল থাকবে। হারামাইন শরিফাইনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানা গেছে।
গত শনিবার (১৬ জানুয়ারি) নতুন নিয়মে সবার জন্য নামাজের অনুমতি দেওয়া হয়েছে। মাতাফে শুধু ওমরাহ আদায়কারীরা যেতে পারবেন। এর আগে করোনা পরিস্থিতির কারণে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে কয়েক ধাপে ওমরাহ চালু করা হয়। পাশাপাশি মসজিদুল হারামের জামাতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়।
মহামারি করোনাভাইরাসের কারণে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে সাধারণ মুসল্লিদের মসজিদুল হারামের জামাতে নামাজের অনুমতি ছিল না। এর সাত মাস পর গত বছরের ১৮ অক্টোবর ‘ইতামারনা’ অ্যাপসের মাধ্যমে নাম নিবন্ধন করে নামাজের জামাতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়।
জানা গেছে, রোববার (১৭ জানুয়ারি) থেকে করোনা মহামারির প্রায় এগারো মাস পর মসজিদে হারামের বাইরের অংশে মুসল্লিরা নামাজ আদায়ের সুযোগ পেয়েছেন।
মসজিদুল হারামের আঙিনা উন্মুক্ত করা হলেও সতর্কতায় সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছে হারামাইন কর্তৃপক্ষ। প্রতি ওয়াক্তে নামাজের আগে-পরে জীবাণুমুক্ত করতে বিভিন্ন রকম কার্যক্রম চালু রয়েছে। এছাড়াও ওমরাহ পালনকারীদের জন্য এখনও ‘হাজারে আসওয়াদ’ চুম্বন ও স্পর্শ করা নিষেধ বলবৎ আছে।
অন্যদিকে যাদের রক্তে শর্করার মাত্রা কম, যারা গত ছয় মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, যাদের হৃদরোগ রয়েছে, যাদের হার্টের অবস্থা দুর্বল এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম— এমন রোগাক্রান্তদের আপাতত ওমরাহতে অংশ না নিতে পরামর্শ দিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়