আইপিএল না খেলার সিদ্ধান্ত জেসন রয়ের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার জেসন রয়। জৈব সুরক্ষা বলয়ের ধকল থেকে বাঁচতে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
এবারের আইপিএল নিলাম থেকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় গুজরাট টাইটান্স। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন রয়। যদিও তার বিকল্প কে হবেন, এখনও ঠিক করতে পারেনি গুজরাট।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএল না খেলার সিদ্ধান্ত নিলেন রয়। এর আগে ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে রয়কে দলে নেয়। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই আসরে না খেলার সিদ্ধান্ত নেন তিনি।
আইপিএলের এবারের আসরে খেললে ২৬ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত জৈব সুরক্ষা বলয়ের ভেতরে থাকতে হবে রয়কে। জানুয়ারিতেই দ্বিতীয়বারের মতো বাবা হওয়া ইংলিশ ব্যাটার সেটা চাইছেন না। এখন পর্যন্ত আইপিএলে ১৩ ম্যাচ খেলে ২৯.৯০ গড় ও ১২৯.০১ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি।
কয়েকদিন আগে শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ ফর্মে ছিলেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। এই টুর্নামেন্টেও হয়েছিল জৈব সুরক্ষা বলয়ের ভেতরে। ৫০.৫০ গড় ও ১৭০.২২ স্ট্রাইক রেটে কোয়েট্টা গ্ল্যাডিয়েটরসের হয়ে ৩০৩ রান করেন তিনি।
এমএইচ