মেসির ভিডিও দেখে এসে তার মতো গোল গ্রিলিশের

পিটার্সবার্গের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। তাতে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে পেপ গার্দিওলার দল। দুটি গোলেরই যোগানদাতা ছিলেন ফিল ফডেন। এর মধ্যে দ্বিতীয় গোলের বল তিনি বাড়িয়েছিলেন জ্যাক গ্রিলিশের উদ্দেশে।
ওই বল পেয়ে দারুণ দক্ষতায় জালে জড়ান ইংলিশ তারকা। ম্যাচশেষে মজার এক ব্যাপার জানিয়েছেন গ্রিলিশ। তিনি বলেছেন, আসার সময় মেসির একটি গোলের ভিডিও দেখেছিলেন সতীর্থ ফডেনের সঙ্গে। ম্যাচে এসেও একই রকম গোল করেছেন তিনি।
গ্রিলিশ বলেছেন, ‘মজার ব্যাপার হচ্ছে ম্যাচ খেলতে আসার আগে আমি ফিল ফডেনের পাশে বসেছিলাম। আর আমরা তখন মেসির ভিডিও দেখছিলাম। গোল করার পর ফডেন এসে আমাকে বলল, এই গোলটা আমরা যে ভিডিওটা দেখলাম; ওটার মতোই।’
সিটির অন্য গোলটি এসেছে রিয়াদ মাহরেজের পা থেকে। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি করেছেন ১৯ গোল। এর মধ্যে গত ৭ ম্যাচে এটি তার ষষ্ঠ গোল। ম্যাচের শেষে তার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।
তিনি বলেছেন, ‘সে তার ক্যারিয়ারের সেরা খেলাটা খেলছে। আমরা জানি মাহরেজের মান কেমন আর সে ফুটবল খেলতে ভালোবাসে। এটা তার কাছে পেশা না, এটা আনন্দ। সে প্রতিদিনই খেলতে পারবে।’
গোল করা জ্যাক গ্রিলিশকে নিয়ে গার্দিওলা বলেছেন, ‘সে মাত্রই ইনজুরি থেকে ফিরেছে আর এখনই ভালো পর্যায়ে আছে। এটা গুরুত্বপূর্ণ। আমাদের সমর্থকদের প্রতি একটা কর্তব্য আছে যারা অনেক পথ পাড়ি দিয়ে খেলা দেখতে এসেছে।’
এমএইচ