‘দুঃখ প্রকাশ করে’ সংকটের ইতি টানার চেষ্টা জামাল ভূঁইয়ার

অধিনায়ক জামাল ভূঁইয়া সংকটময় সময়ে এগিয়ে এসেছেন। শেখ রাসেল ও সাইফ স্পোর্টিং ম্যাচে রেফারি ইস্যুতে জামাল গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যে নিয়ে ফুটবলাঙ্গনে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় বিশেষ করে জামালের সঙ্গে রেফারিদের। জামাল আজ সেই দূরত্ব ঘোচানোর চেষ্টায় এক ভিডিও বার্তার মাধ্যমে।
সম্প্রতি ছোট এক ভিডিওবার্তায় জামাল বলেন, ‘আমি আমার আচরণের মাধ্যমে কাউকে দুঃখ দিতে বা আহত করতে চাই না। শেখ রাসেল ও সাইফের ম্যাচের পর রেফারিংয়ে আমার মন্তব্য নিয়ে আলোচনা হচ্ছে। কিছুটা ভুল বোঝাবুঝিও হচ্ছে। আমি পরিষ্কার করে বলতে চাই, কাউকে দুঃখ দিতে আমি মন্তব্য করিনি। এরপরও যদি কেউ আমার বক্তব্যে কষ্ট পেয়ে থাকে, তাহলে আমি দুঃখ প্রকাশ করছি। ফেডারেশন, খেলোয়াড়, রেফারি, অফিসিয়াল মিলেই আমরা ফুটবল পরিবার। আমরা সবাই মিলে সুন্দর একটি প্রিমিয়ার লিগ শেষ করব।’
জামাল ভূঁইয়া গণমাধ্যমে এক বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে রেফারি মিথ্যে বলছেন বলে মন্তব্য করেছিলেন। এ নিয়ে রেফারিরা বিদ্রোহ করেন। এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ না করলে তারা জামাল ভূঁইয়ার দলের ম্যাচ পরিচালনা করবেন না বলে অবস্থান নেন। এজন্য শীর্ষ পর্যায়ের রেফারিরা গতকাল রাজশাহীতে সাইফ স্পোর্টিং ও স্বাধীনতার ম্যাচ বর্জন করেন। ফেডারেশন বাধ্য হয়ে বিকল্প রেফারি দিয়ে ম্যাচ পরিচালনা করেন।
জাতীয় দল ও সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক রেফারিদের সম্মান ও সংকট নিরসনে নিজের অবস্থান থেকে কিছুটা আপোষ করলেন। রেফারিরা মাঠে সঠিক ও নির্ভুল সিদ্ধান্ত কতটুকু দিতে পারেন সেটাই এখন দেখার বিষয়। অন্য দিকে ফেডারেশনের সভাপতি গণমাধ্যমে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে মন্তব্যকালে সরাসরি বলেছেন সিদ্ধান্ত এক দলের পক্ষে ও আরেক দলের বিপক্ষে যাচ্ছে। সভাপতির মন্তব্য জামালের মন্তব্যের চেয়েও কঠিন। সেই মন্তব্যের ক্ষেত্রে মৃদু প্রতিক্রিয়া ব্যক্ত করলেও রেফারিরা ও তাদের এসোসিয়েশন আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।
এজেড/এনইউ