পাঁচ মাসের মধ্যেই ফের জাতীয় সাঁতার

এই মাসের শেষে জাতীয় সাঁতার আয়োজন করছে বাংলাদেশ সাঁতার ফেডারেশন। রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম কমপ্লেক্সে ২৯ মার্চ শুরু হবে এই প্রতিযোগিতা। চারদিন ব্যাপী জাতীয় সাঁতার শেষ হবে ১ এপ্রিল।
সাধারণত জাতীয় সাঁতার তিন দিন ব্যাপী হয়। এবার ফেডারেশন একদিন বাড়িয়েছে। একদিন বাড়ানোর ফলে ব্যয় বাড়লেও সাঁতারুদের স্বস্তির বিষয়টি বিবেচনা বেশি হয়েছে, ‘তিন দিনে সব ইভেন্ট সম্পন্ন করা একটু টাইট হয়ে যায়। খেলোয়াড়দের উপরও চাপ বাড়ে। এজন্য এক দিন বাড়িয়ে করা হচ্ছে।’ -বলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ।
গত বছর জাতীয় সাঁতার হয়েছে অক্টোবরে। পাঁচ মাসের মধ্যেই আবার জাতীয় সাঁতার আয়োজন করার কারণ সম্পর্কে সাধারণ সম্পাদকের ব্যাখ্যা, ‘এপ্রিল থেকে রমজান শুরু। রোজার ঈদের পরেই আন্তর্জাতিক গেমসগুলোর ব্যস্ততা থাকবে। এজন্য আগে-ভাগে জাতীয় সাঁতার আয়োজন করতে হচ্ছে।’
ফেডারেশন অধিভূক্ত সংস্থাগুলোকে কয়েক দিন আগেই মার্চে জাতীয় সাঁতারের জন্য প্রস্তুতি নিতে অবহিত করেছিল। গত পরশু দিনের সভায় দু’টি সম্ভাব্য দিনক্ষণ ঠিক করা হয়। গতকাল সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অনুমোদন দেয়ার পরই ২৮ মার্চ থেকে ১ এপ্রিল সময়সীমা চূড়ান্ত হয়।
এই বছর জাতীয় সাঁতারে আসছেন না ইংল্যান্ড প্রবাসী জুনাইনা আহমেদ। তিনি সাঁতার ছেড়ে চিকিৎসাবিদ্যায় মনোযোগ দিয়েছেন। গত অলিম্পিক খেলা আরেক সাঁতারু আরিফুল ইসলাম এখন প্যারিস প্রবাসী। তার বিষয়ে ফেডারেশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
এজেড/এটি