দুই টুর্নামেন্ট নিশ্চিত করতে সোমবার ইন্দোনেশিয়া যাত্রা হকি দলের

১১-২০ মার্চ জাকার্তায় অনুষ্ঠিত হবে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ টুর্নামেন্ট। এএইচএফ কাপে সেরা পাঁচে থাকতে পারলে এশিয়ান গেমস এবং সেরা তিনে থাকলে জিমিরা পাবেন এশিয়া কাপের টিকিট।
বি-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, সিঙ্গাপুর, ইরান ও স্বাগতিক ইন্দোনেশিয়া। এর মধ্যে ইরান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। ১১ মার্চ স্বাগতিক ইন্দোনেশিয়া, ১৪ মার্চ ওমান, পরদিন ইরান এবং ১৭ মার্চ গ্রুপের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ দলের মালয়েশিয়ান কোচ গোপিনাথন বলেন, ‘চাপ নেওয়া যাবে না। পারফরম্যান্স দেখাতে হবে। ধাপে ধাপে এগিয়ে যেতে চাই। চীন, ওমান, ইন্দোনেশিয়াসহ অন্যদের প্রস্তুতি ভালো। তাদের সঙ্গে লড়াই হবে। লড়াই করেই ভালো ফল করতে চাই।’
অধিনায়ক সারোয়ার হোসেন অনুশীলন নিয়ে বলেন, ‘অনুশীলনের পাশাপাশি ম্যাচের ভিডিও দেখে বিশ্লেষণ করেছি। ভারত, বেলজিয়ামের মতো বড় বড় দলের খেলা দেখে অনুশীলন করেছি। বিকেএসপির সঙ্গে অনুশীলন ম্যাচে সেই ফরমেশন বাস্তবায়ন করার চেষ্টা করেছি।’
জাকার্তা যাওয়ার আগে বিকেএসপিতে প্রায় ২০ দিন অনুশীলন করেছেন জিমিরা। বিশ্ব হকিতে ভারত ও বেলজিয়াম বেশ ভালো অবস্থানে রয়েছে। এ দুটি দেশের খেলাই মূলত অনুসরণ করছে বাংলাদেশ। তাদের ভিডিও ফুটেজ দেখে সেভাবে অনুশীলনও চালিয়েছে সারোয়ার বাহিনী। তাই এই টুর্নামেন্টে সেরাটা দিয়েই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। কারণ গত দুটি বাছাইপর্বেও বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। দশ দলের টুর্নামেন্টে এবার সেই স্বপ্ন নিয়েই লাল-সবুজ দল ঢাকা ছাড়ছে।
এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে খেলতে আগামীকাল (সোমবার) ইন্দোনেশিয়ার জাকার্তা যাচ্ছে জাতীয় হকি দল। এর আগে রোববার ফ্যালকন হলে জাতীয় দলের জার্সি উন্মোচন ও অফিসিয়াল ফটোসেশন অনুষ্ঠিত হয়। এ সময় বিমান বাহিনী প্রধান ও ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল শেখ আবদুল হান্নান ও ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন।
এজেড