মুলারের খোঁচা শুনেই এমন অদম্য বার্সা!

বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ বড় লজ্জাই দিয়েছে এবার। প্রতিপক্ষ ও ঘরের মাঠে হারিয়েছে তিন গোলের ব্যবধানে। এরপরই বার্সার বিদায় নিশ্চিত হয়, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় কোচ জাভি হার্নান্দেজের দল। সেখানেই শেষ নয়, হারের পর বার্সাকে বায়ার্ন ফরোয়ার্ড থমাস মুলার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন, কী নেই বার্সার।
শেষ কিছু দিনে বার্সা উন্নতি করেছে বেশ, লিগে অপরাজিত আছে ১২ ম্যাচ ধরে। সবশেষ জয়টা এসেছে গেল রাতে। তাও আবার মুলারের দেখানো সেই দিকটায় উন্নতি করেই, বোঝা গেল মার্ক আন্দ্রে টের স্টেগেনের কথা থেকে।
চলতি মৌসুমে রোনাল্ড কোম্যানের অধীনে থাকা বার্সেলোনার সঙ্গে যেন জাভির বার্সেলোনার পার্থক্যটা আকাশ-পাতালের। কোম্যানের অধীনে বড় ম্যাচ জেতাটা অমাবস্যার চাঁদই হয়ে গিয়েছিল প্রায়। দেড় মৌসুমে বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন, জুভেন্তাস, পিএসজির বিপক্ষে যতগুলো ম্যাচ খেলেছিল, জেতেনি একটি ম্যাচেও। তবে জাভির বার্সা সে ধারা থেকে বেরিয়ে আসার আভাসটা দিচ্ছে অন্তত। ফেব্রুয়ারি-মার্চের কথাই ভাবুন! অ্যাটলেটিকো, ভ্যালেন্সিয়া, ন্যাপোলি, অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে কী অবলীলায় জিতেছে দলটা!
এসব সম্ভব হয়েছে শেষ কিছু দিনে বার্সার খেলায় তীব্রতা যোগ হয়েছে বলে। বল হারালে সাঁড়াশি আক্রমণে চেপে ধরা হচ্ছে প্রতিপক্ষকে, ৯০ মিনিট ধরে অক্লান্তভাবে চলছে সেটা। আর তাতেই সুযোগ আসছে বেশি বেশি, বাড়ছে গোলও। একইভাবে প্রতিপক্ষের চাপ সামলানোর কায়দাটাও রপ্ত করেছে দলটি, যার ফলে গোল হজমের হারটাও কমেছে পাল্লা দিয়ে।
এমন কিছু গেল বছরের শেষ অংশের বার্সায় অনুপস্থিত ছিল। সে কারণেই মুলার বলেছিলেন, ‘আমি মনে করি বার্সা তীব্রতা সামলানোর ক্ষমতাটাই নেই। তাদের কাছে সবকিছুই আছে, টেকনিক্যালি ও ট্যাকটিকালি বেশ কিছু দারুণ খেলোয়াড় আছে। তবে শীর্ষ পর্যায়ে খেলার ঝাঁজটা নেই এই দলের।’
গত রাতেও বার্সা পিছিয়ে ছিল এক গোলে। মুলারের দেখিয়ে দেওয়া সেই জায়গাটায় উন্নতির ফলেই জয়টা পেয়েছে বার্সা, জানালেন স্টেগেন। বললেন, ‘বিরতিতে জাভি আমাদের তীব্রতাটা বাড়াতে বলেছিলেন। তারা যেভাবে ম্যান মার্ক করছিল আমাদের, সেটা আমাদের খেলায় সাহায্য করছিল না।’
জাভিও একই কথা বললেন, ‘বিরতিতে আমার মনে হচ্ছিল, পিছিয়ে পড়ার যোগ্য নই আমরা। আমার খুব রাগ হচ্ছিল। আমার মনে হচ্ছিল, আক্রমণটা ভালো করলে আমরা জিতব, এক্ষেত্রে একটা কৌশলগত পরিবর্তন এনেছিলাম আমরা।’
এলচের বিপক্ষে জয় নিয়ে শেষ ১২ ম্যাচ ধরে অপরাজিত রইল বার্সা। এমন ধারা দীর্ঘ সময় ধরে রাখতে পারলে লিগ থেকেও আসতে পারে সাফল্য। তবে জাভি ভাবছেন না সেসব নিয়ে। জানালেন, ‘লিগ জেতাটা বেশি হয়ে যাবে কি-না জানি না। তবে আমাদের অনুভূতিটা এখন বেশ ভালো।’
এনইউ/টিআইএস