পিএসজির বিপক্ষে দুই বড় অস্ত্রকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ

আগামীকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে পিএসজি খেলবে রিয়াল মাদ্রিদের মাঠে। যে লড়াইয়ে ইতোমধ্যেই ১-০ গোলে পিছিয়ে আছে রিয়াল, সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই কি-না দুই বড় অস্ত্রকে পাবে না রিয়াল মাদ্রিদ!
গত মাসে প্রথম লড়াইয়ে কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের জাদুতে পিএসজি ১-০ গোলের জয় পায় রিয়ালের বিপক্ষে। ফলে শেষ আটে উঠতে হলে আগামীকাল রাতে পিএসজির বিপক্ষে কমপক্ষে ২-০ গোলের জয় তুলে নিতে হবে রিয়ালকে।
তবে কাজটা যে কার্লো অ্যানচেলত্তির দলের জন্য সহজ হবে না মোটেও, তারই যেন একটা আভাস মিলছে আগে থেকেই। রিয়াল মাদ্রিদ কোচের হাতে যে দুই বড় অস্ত্র নেই কাল! ব্রাজিলিয়ান ক্যাসেমিরো আর ফেরলান্দ মেন্দিকে পাচ্ছে না রিয়াল।
কারণটা হচ্ছে নিষেধাজ্ঞা। পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেসে প্রথম লেগে দুজনই দেখেছিলেন হলুদ কার্ড। সে কারণেই কালকের ম্যাচে তাদের পাচ্ছে না দলটি।
ক্যাসেমিরো ও মেন্দি, দুজনই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে দুটো করে হলুদ কার্ড দেখেছিলেন। ফলে নকআউট পর্বের যে কোনো পর্যায়ে একটা হলুদ কার্ড দেখলেই পরের ম্যাচে নিষিদ্ধ হতে হতো দুজনকে। রিয়ালের দুই খেলোয়াড়ই কার্ড দেখেছেন পিএসজির মাঠে। যার ফলে এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন তারা।
সেই ম্যাচে ক্যাসেমিরো কার্ড দেখেছিলেন প্রথমে। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ফাউল করে বসেন তিনি। সাথে সাথেই ইতালিয়ান রেফারি দানিয়েলে ওরসাতো হলুদ কার্ড দেখিয়ে দেন তাকে।
দ্বিতীয়ার্ধে কার্ড দেখেন মেন্দি। তিনিও ফাউল করেছেন আরেক পিএসজি মিডফিল্ডারকেই। দানিলো পেরেইরাকে ফাউল করেন তিনি। ফলে নিষেধাজ্ঞার কাটায় পড়েন তিনিও।
দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের নিষেধাজ্ঞায় কোচ অ্যানচেলত্তিকে বুধবার রাতে মরিসিও পচেত্তিনোর দলের বিপক্ষে নতুন সমাধান খুঁজতে হবে। মেন্দির জায়গাটা নিয়ে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয় তার। ফরাসি এই ডিফেন্ডারের জায়গায় থাকবেন ডেভিড আলাবা। মূলত তিনি রিয়ালে খেলছেন সেন্টারব্যাক হিসেবে। সেক্ষেত্রে রক্ষণের মাঝামাঝিতে তার জায়গাটা নেবেন নাচো ফার্নান্দেজ।
তবে সমস্যা হতে পারে ক্যাসেমিরোর অনুপস্থিতিতে। রিয়ালের মাঝমাঠে তার আগমনের পর থেকেই লিওনেল মেসির গোল প্রায় নেই হয়ে গেছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। তার অনুপস্থিতিটা সামলানো যে কঠিন বিষয়, তা বুঝা কঠিন নয় আদৌ। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানাচ্ছে, তার জায়গায় আসতে পারেন এদুয়ার্দো কামাভিঙ্গা কিংবা ফেদে ভালভার্দের কেউ একজন, যদি টনি ক্রুস তার ফিটনেস ফিরে না পান ম্যাচের আগে। তবে ফিটনেস ফিরে পেলে তাকেই দেখা যেতে পারে রিয়ালের মিডফিল্ডে।
এনইউ