অস্ট্রেলিয়াকে নিম্ন মানের পিচে খেলিয়েছে পাকিস্তান, জানাল আইসিসি

২৪ বছর পর পাকিস্তানের মাটিতে গিয়ে প্রথম অভিজ্ঞতাটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসে বল করে শিকার করতে পেরেছে কেবলই চারটি উইকেট। পাঁচ দিনে উইকেট পতন হয়েছে মাত্র ১৪টি। শেষ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে পাকিস্তান কোনো উইকেট না খুইয়েই তুলেছে ২৫২ রান। এমন এক পিচ নিয়ে সমালোচনা না হয়েই পারে না। সেটা হয়েছেও। খোদ পিসিবি প্রধান রমিজ রাজা বলেছেন উইকেটটা মানসম্মত ছিল না। এবার আইসিসিও বললো তেমন কিছুই। আইসিসির পিচ অ্যান্ড আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়ায় একটা ডিমেরিট পয়েন্টও পেয়ে বসেছে রাওয়ালপিন্ডির সেই উইকেট।
রাওয়ালপিন্ডির নিষ্ফলা টেস্টের এই উইকেটকে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে গড়পড়তার চেয়ে নিচু মানের বলে আখ্যা দিয়েছেন। এর ফলেই মূলত আইসিসির পিচ অ্যান্ড আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়ায় মাঠটা পেয়ে গেছে একটি ডিমেরিট পয়েন্ট। আগামী পাঁচ বছরের ভেতর এমন ডিমেরিট পয়েন্ট আরও চারটি পেলে এক বছর নিষিদ্ধ হওয়ার শঙ্কাও তৈরি হয়েছে মাঠটির।
অস্ট্রেলিয়া ২৪ বছর পর গিয়েছে পাকিস্তানের মাটিতে। এমন এক সিরিজ নিয়ে আগ্রহের কমতি নেই। তবে রাওয়ালপিন্ডি টেস্ট সে আগ্রহে পানিই ঢেলে দিয়েছে রীতিমতো। ৫ দিনে খেলা হয়েছে ৩ ইনিংস। যার মধ্যে উইকেট পড়েছে মাত্র ১৪টি। পাকিস্তান শুরুতে ১৬২ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে তোলে ৪৭৬ রান। এরপর অস্ট্রেলিয়া ১৪০ ওভারে ৪৫৯ রান তুলে অলআউট হয়ে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭৭ ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে ২৫২ রান তোলে স্বাগতিকরা। এমন এক ম্যাচ আর যাই হোক সিরিজ নিয়ে ভালো বার্তা দেয় না।
অজি ব্যাটার স্টিভেন স্মিথ এই পিচকে নখদন্তহীন বলে আখ্যা দিয়েছিলেন। হতাশ হয়ে অজি অধিনায়ক প্যাট কামিন্সও বলেছেন, এটা রাওয়ালপিন্ডির প্রথাগত উইকেট নয়, যেখানে পেসাররা সাহায্য পাবেন। অস্ট্রেলিয়ান বোলাররা সেই উইকেটের প্রস্তুতি নিয়েই এসেছিলেন এই ম্যাচে।
এবার সেই পিচকেই নিম্নমানের বলে আখ্যা দিলো আইসিসি। মাদুগালে তার পর্যবেক্ষণে বলেছেন, ‘পাঁচ দিনে পিচের চরিত্র বদলায়নি একটুও। বাউন্স একটু নিচু হয়েছে শেষ দিকে, তবে পিচে আর কোনো ধরনের পরিবর্তন আসেনি। পিচটায় পেসারদের জন্য গতি আর বাউন্স ছিল না তেমন, ম্যাচ যত সামনে এগিয়েছে, স্পিনাররাও সাহায্য পাননি। আমার চোখে এখানে ব্যাট আর বলের সমান লড়াই ছিল না। এর ফলে, আইসিসির দিকনির্দেশনা অনুযায়ী আমি একে গড়পড়তার চেয়ে নিম্নমানের শ্রেণিভুক্ত করছি।’
এনইউ