নিজের পারফর্ম্যান্সে উন্নতি চান মিরাজ

ব্যাট আর বলে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন মেহেদি হাসান মিরাজ। তবে তাতে ভেসে যাচ্ছেন না ২১ বছর বয়সী এ অলরাউন্ডার। পা রাখছেন মাটিতেই। জানালেন, নিজের পারফর্ম্যান্সে চান আরও উন্নতি।
প্রথম টেস্টে ক্যারিয়ারের প্রথম টেস্ট শতকের দেখা পেয়েছেন মিরাজ। সাবেক অনূর্ধ্ব ১৯ অধিনায়ক এ কীর্তি গড়েছেন আট নম্বরে নেমে। এ জায়গা কিংবা আরও নিচে খেলে টেস্ট শতক হাঁকানোর নজির আছে আর চার ব্যাটসম্যানের।
বয়সভিত্তিক পর্যায়ে খেলতেন মিডলঅর্ডারে। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই খেলছেন লোয়ার মিডল অর্ডারে, বেশিরভাগ ক্ষেত্রেই তখন অন্য পাশে পান টেল এন্ডারদের। তবে বাস্তবতা মেনে নিচ্ছেন মিরাজ। তামিম, সাকিব, মুশফিক, লিটনদের ভিড়ে যে উপরের দিকে ব্যাট করা কঠিন তা মানতে দ্বিধা নেই তার।
মিরাজ বললেন, ‘আমি বয়সভিত্তিক পর্যায়ে যত দিনই খেলেছি, মিডল অর্ডারে ব্যাট করেছি। কিন্তু এখন তো কোনো সুযোগই নেই উপরে ব্যাট করার, কারণ উপরের দিকে, মিডল অর্ডারে আমাদের পরিপূর্ণ ক্রিকেটার আছে। দলের সিনিয়ররা আছেন। তাই আমার হয়ত উপরে সুযোগ থাকবে না।’ তবে ভবিষ্যতে যখন সুযোগ মিলবে, সেটা কাজে লাগানোর জন্য নিজেকে গড়ে তুলতে চান ২১ বছর বয়সী অলরাউন্ডার। সেজন্যে যে আরও উন্নতি চাই, তাও অকপটেই স্বীকার করে নিলেন তিনি।
বললেন, ‘৪-৫ বছর পর সুযোগ আসতেও পারে। সেই সময় উপরে ব্যাট করতে নিজেকে মানসিকভাবে শক্ত করতে হবে আমাকে। তবে আমি মনে করি সেজন্য আমাকে অনেক পরিশ্রম করতে হবে, নিজের ব্যাটিংকে প্রতিনিয়ত ঝালাই করতে হবে এবং প্রতিনিয়ত চ্যালেঞ্জ নিয়ে উন্নতি করতে হবে। কোথায় অভাব আছে, সেগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলেই উপরে ব্যাট করে সফল হতে পারব।’
চট্টগ্রামে শতক হাঁকিয়েও দলকে জেতাতে পারেননি। সেজন্যে আক্ষেপ থাকলেও মিরাজের চোখ বড় পরিসরে। জানালেন, ক্যারিয়ারের জন্য বড় দুয়ারই খুলে দেবে উইন্ডিজের বিপক্ষে এ শতকটি। মিরাজের কথা, ‘দল হেরেছে বলে খারাপ লাগছে। জিতলে হয়তো আমার পারফর্ম্যান্সে সবার নজর পড়তো, ভালো লাগতো তখন। কিন্তু দিনশেষে আমরা দলের জন্যেই খেলি, তাই সেখানে ব্যাট-বল হাতে সফলতাতেও মজা নেই। তবে যেহেতু নিচের দিকে ব্যাট করি, আমার ভবিষ্যৎ ক্রিকেটে অনেক সাহায্য করবে এই সেঞ্চুরিটা।’
এনইউ