ভারতে গিয়ে বাংলাদেশ ফুটবল দলের ৩ পজিটিভ

ভারতে গিয়ে বাংলাদেশ অ-১৮ ফুটবল দলের ৩ জন পজিটিভ এসেছেন। তিন পজিটিভের মধ্যে অবশ্য একজন মাত্র ফুটবলার, আর দুই অফিসিয়াল, একজন নারী ও একজন পুরুষ। মাত্র ৩ জন পজিটিভ ফলাফল আসলেও অনুশীলনের পরিবর্তে আজ হোটেলে আইসোশলেনে কাটাতে হবে পুরো দলকে।
বাংলাদেশ দলীয় সূত্রে জানা গেছে, তিন জনের ফলস পজিটিভ ধারণা করা হচ্ছে। এজন্য বাংলাদেশ দল টুর্নামেন্টের আয়োজক অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে আজ রোববার বিকেলে পুনরায় টেস্ট করার অনুরোধ করেছিল। ভারত ফুটবল ফেডারেশন আজ বিকেলের পরিবর্তে আগামীকাল সকালে পরীক্ষা করানোর ব্যবস্থা করছে। ফলে আগামীকাল নেগেটিভ রিপোর্ট পেলেও মাঠে নেমে অনুশীলনের সম্ভাবনা তেমন নেই।
ভারতে থাকা বাংলাদেশ দলের সকল ফুটবলার ও অফিসিয়ালদের করোনার দুই ডোজ টিকা নেয়া রয়েছে। সবাই সুস্থ আছেন, এমনকি পজিটিভ আসা তিন জনের কোনো লক্ষণ বা সমস্যা নেই। সম্প্রতি করোনা পরীক্ষা ছাড়াই বাংলাদেশ থেকে ভারত গমনের সিদ্ধান্ত হয়। ফলে বাংলাদেশ দল ভারত যাওয়ার আগে আর করোনা পরীক্ষা করায়নি।
এজেড/এটি/এনইউ