প্রিমিয়ার লিগে নেই বিদেশি বড় তারকা

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সবশেষ দুই আসরে বিদেশি ক্রিকেটার খেলানোর অনুমতি পায়নি দলগুলো। এবার সবুজ সংকেত মিলিছে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) জানিয়েছে, অংশগ্রহণকারী দলগুলো একাধিক বিদেশি খেলোয়াড় দলভুক্ত করতে পারবে। যেখানে প্রতি ম্যাচে খেলানো যাবে সর্বোচ্চ একজনকে।
সে অনুযায়ী বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণে এবার ডিপিএলের লড়াই জমবে। তবে বিদেশি খেলানোর সুযোগ পেলেও ১১টি ক্লাবের মধ্যে হাতেগোনা ২-৩টি ক্লাব ছাড়া কেউই বড় মাপের বা তারকা খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেনি। এবারের ডিপিএলে বিদেশিদের মধ্যে বড় নাম পাকিস্তানের মোহাম্মদ হাফিজ আর জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। এছাড়া আবাহনী লিমিটেড চুক্তি করেছে আফগানিস্তানের নাজিবউল্লাহ জাদরান আর ভারতের হনুনা বিহারির সঙ্গে।
প্রায় ১ যুগের শিরোপা আক্ষেপ ঘোচাতে এবার মোটা টাকা খরচ করে দল গড়েছে মোহামেডান লিমিটেড। স্থানীয়দের মধ্যে জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই দলে টেনেছে তারা। আছেন সাকিবব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ চৌধুরীরা। বিদেশি টানতেও কার্পণ্য করেনি ক্লাবটি। পাকিস্তানি অলরাউন্ডার হাফিজকে লিগের শুরু থেকেই খেলাবে সাদাকালোরা।
বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী দুই বিদেশির সঙ্গে চুক্তি করেছে। ভারতীয় ব্যাটসম্যান হানুমা আর আফগান ক্রিকেটার জাদরানের সঙ্গে পাকা কথা হয়ে গেছে। সম্প্রতি আফগানদের হয়ে বাংলাদেশে সিরিজ খেলে যাওয়া জাদরানকে শুরু থেকেই পাচ্ছে আকাশী-নীলরা। তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে প্রথম তিন ম্যাচ খেলে বিদায় নেবেন তিনি। এরপর জাতীয় দলের ব্যস্ততা কাটিয়ে ফিরবেন হনুমা।
জিম্বাবুইয়ান অলরাউন্ডার সিকান্দার রাজাকে দলে টেনেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব খেলাঘরের জার্সিতে দেখা যাবে ভারতের অশোক মেনারিয়াকে। এর আগেও ক্লাবটির হয়ে খেলেছেন তিনি। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত আইপিএলে রাজস্থানের হয়ে খেলেছেন মেনারিয়া। তবে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। এদিকে গাজী গ্রুপ ক্রিকেটার্স চুক্তি করেছে ভারতের আরেক খেলোয়াড় গুরিন্দার সিংয়ের সঙ্গে। এর আগে মোহামেডানের হয়ে খেলেছেন এই অলরাউন্ডার।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন ভারতের সাবেক ক্রিকেটার পারভেজ রসুল। ৩৩ বছর বয়সী জম্মু কাশ্মিরের এই ক্রিকেটার ঢাকা লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে পরপর দুই আসর খেলেছিলেন। এদিকে মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বে লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে খেলবেন ভারতের গুজরাটের ক্রিকেটারা চিরাগ জানি। তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমানদের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব দলে টেনেছে ডিপিএলের পরিচিত মুখ অভিমন্যু ঈশ্বরণকে।
এবার প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগ উঠে আসা রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলবেন ভারতের বাবা অপরাজিত। ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১২ যুব বিশ্বকাপ খেলেছেন তিমি। তামিলনাড়ুর এই ব্যাটিং অলরাউন্ডার ৮৫ লিস্ট ‘এ’ ম্যাচে ৩২৪১ রান ও ৫১ উইকেট পেয়েছেন। এছাড়া সিটি ক্লাব পাকিস্তান থেকে উড়িয়ে আনছে বাঁহাতি স্পিনার খালিদ ওসমানকে। বোলিংয়ে পারদর্শী হলেও টুকটাক ব্যাটিংও পারেন খালিদ। তবে এখনো চূড়ান্ত হয়নি ব্রাদার্স ইউনিয়নে বিদেশি ক্রিকেটার।
টিআইএস/এটি