আশরাফুলের চোখ এখনো জাতীয় দলে

আরো একটি টুর্নামেন্ট। আবার নতুন শুরুর গল্প। প্রতিটি টুর্নামেন্টেই মোহাম্মদ আশরাফুলের থাকে একটিই লক্ষ্য , নিজেকে প্রমাণ করে আবার জাতীয় দলে ফেরা।
আজ (সোমবার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আশরাফুল বলেন, ‘আমি যেহেতু এখনও খেলছি এবং স্বপ্ন দেখি বাংলাদেশ দলে খেলব। সেদিক থেকে এই লিগটা খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য। যদি আরও দুই-তিন বছর আমার ক্যারিয়ারটা দীর্ঘ করতে চাই, আমার মনে হয় এই লিগে আমার ভালো কিছু করা উচিত।’
সঙ্গে যোগ করেন আশরাফুল, ‘স্বপ্ন তো দেখি সব সংস্করণেই খেলার। কিন্তু এখন যেহেতু সামনে ঢাকা লিগ, ঢাকা লিগ নিয়েই আমি থাকতে চাই। এই জায়গায় ভালো খেলতে চাই, ব্রাদার্সের হয়ে ভালো খেলতে চাই। ম্যাচ জেতানো ইনিংস খেলতে চাই।’
স্বপ্নের মতো ক্যারিয়ার শুরু করেছিলেন আশরাফুল। বাংলাদেশ ক্রিকেটের আশার ফুল হয়েছিলেন অনেক দিন। তবে ক্যারিয়ারের নৌকা যখন মাঝ সমুদ্রে, তখনই বৈঠা হারিয়ে বসেন এ ডান হাতি ব্যাটসম্যান। নিষেধাজ্ঞার কবল থেকে মুক্ত হয়ে আবার ক্রিকেটে ফিরেছেন আশরাফুল। তবে প্রত্যাবর্তনটা সুখকর হয়নি। তবুও ক্রিকেটেই ধ্যানজ্ঞান আশরাফুলের। আরও দুই-তিন বছর খেলা চালিয়ে যেতে চান তিনি।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের মৌসুমে নতুন দলে আশরাফুল। ব্রাদার্স ইউনিয়নের অধিনায়কত্ব উঠেছে তার কাঁধে। সেই ভার বইয়ে দলকে অন্তত সুপার লিগে নেওয়ার লক্ষ্য আশরাফুলের। ১৫ মার্চ ডিপিএল শুরুর আগে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে আশরাফুল বলেন, ‘দলটা ভালোই হয়েছে আশা করি। ব্রাদার্স ইউনিয়ন শেষ ১২-১৩ বছর হলো সুাপার লিগে খেলে না। আমার ব্যক্তিগত লক্ষ্য এবং দলের লক্ষ্য আমার কাছে মনে হয়, এবার সুপার লিগে খেলা। অবশ্যই সবাই চ্যাম্পিয়ন হতে চায়। আমাদের প্রথম লক্ষ্য সেরা ছয় দলের একটা হতে চাই। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং; অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে সব মিলিয়ে আমি বলব আমাদের ভারাসাম্যপূর্ণ একটা দল হয়েছে। ভালো দলই হয়েছে।’
টিআইএস