বিজয়ের ফিফটি, মেহেদীর অলরাউন্ড নৈপুণ্য

জাতীয় দল থেকে ছিটকে পড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের ফিফটির সঙ্গে শেখ মেহেদী হাসানের অলরাউন্ড পারফরম্যান্সের কল্যাণে নবাগত সিটি ক্লাবের বিপক্ষে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২১-২২ মৌসুমের উদ্বোধনি দিনে সিটি ক্লাবকে ৫০ রান হারিয়ে আসরে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে তারা।
মঙ্গলবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে। আগে ব্যাট করে বিজয়ের ৬০, অধিনায়ক অলক কাপালির ৪০ এবং মেহেদীর ১৬ বলে ২৭ রানের ঝড়ো ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৬৫ রান জমা করে প্রাইম ব্যাংক। ২৬৬ রানে টার্গেটে ব্যাট করতে নেমে থিতু হয়েও নিজেদের ইনিংস বড় করতে পারেননি সিটি ক্লাবে ব্যাটসম্যানরা। তারা ২১৫ রানে গুটিয়ে গেলে ৫০ রানের জয় পায় প্রাইম ব্যাংক।
দক্ষিণ আফ্রিকা সময়ে যাওয়ায় তামিম ইকবাল, মুমিনুল হক, মুস্তাফিজুর রহমানসহ দলের ৭ গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পায়নি প্রাইম ব্যাংক। তবুও ব্যাট হাতে দারুণ শুরু করে তারা। ৮২ বলে সর্বোচ্চ ৬০ রান করেন বিজয়। হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ৬৪ বলে। এছাড়া শামসুর রহমান শুভ ৪৫, কাপালি ৪০ ও নাসির হোসেন করেন ৩২ রান। বিদেশি কোটায় খেলা দলটির ভারতীয় ব্যাটসম্যান অভিমুন্য ঈশ্বরণ করেন ৩০ রান।
সিটি ক্লাবের হয়ে ২টি করে উইকেট নেন ৩ জন বোলার। আবদুল হালিম, আমিনুর রহমান ও এস এম আব্দুল্লাহ আল রাজু।
২৬৬ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালোই হয়েছিল সিটির। দুই ওপেনার শাহরিয়ার কমল আর তৌফিক খানের জুটি থেকে আসে ৪২ রান। ২৫ বলে ২৯ রান করে তৌফিক ফিরলে ভাঙে এই জুটি। কমলও ফেরেন ২৩ রান করে। এরপর প্রাইম ব্যাংকের বোলারদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিটি। মাঝে প্রতিরোধ গড়ার আভাস দেন মঈনুল ইসলাম ও অধিনায়ক জাওয়াদ রোয়েন। মঈনুল ৩১ রানের বেশি করতে পারেননি। তবে জাওয়াদ মাঠ ছাড়েন ৪৭ বলে অপরাজিত ৩৭ রান করে।
তবে আর কোনো ব্যাটসম্যান সুবিধা করতে না পারলে ইনিংসের ৪৬তম ওভারে ২১৫ রানে গুটিয়ে যায় সিটির ইনিংস। এতে ৫০ রান হাতে থাকতেই এবারের আসরে নিজেদের প্রথম জয় তুলে নেয় প্রাইম ব্যাংক। জয়ী দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মেহেদী। এ ছাড়া ২টি করে উইকেট নেন রাকিবুল হাসান ও কাপালি।
টিআইএস/এটি