ভাষা খুঁজে পাচ্ছেন না কোহলি

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে টেস্টে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলো ভারত। প্রথম ইনিংসে ৬২ রানের লিড পায় তারা। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই যেন খেই হারায় বিরাট কোহলিরা।
জস হ্যাজেলউড ও প্যাট কামিন্সের তোপের মুখে পড়ে মাত্র ৩৬ রানে গুটিয়ে যায় ভারত। নিজেদের ইতিহাসে এটিই তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। কোহলিরা ম্যাচ হারেন ৮ উইকেটের বড় ব্যবধানে।
যদিও এখনই আশাহত হতে রাজি নন ভারতীয় অধিনায়ক। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে পরের টেস্ট থেকে দলে থাকবেন না কোহলি। তবে তার বিশ্বাস বক্সিং ডে টেস্টে ঘুঁরে দাঁড়াবে ভারতীয় দল।
তবে এমন বিপর্যয়ে ভাষা খুঁজে পাচ্ছেন না কোহলি। জানাচ্ছিলেন, ‘আমি আত্মবিশ্বাসী ছেলেরা এটা কাটিয়ে উঠবে। এবং বক্সিং ডে টেস্টে ভালো ফল হবে। এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। আমাদের ৬০ রানের মতো লিড ছিল। এরপর আমরা কেবল ধসে পড়লাম।’
দুইদিন ভালো ক্রিকেট খেলার পর এক ঘণ্টায় সব পরিশ্রম ব্যর্থ হওয়ায় হতাশা প্রকাশ করে কোহলি বলেন, ‘আমরা দুই দিন ধরে ভালো ক্রিকেট খেলে একটা অবস্থানে গেলাম। আর সেটা মাত্র এক ঘণ্টায় শেষ হয়ে গেল।’
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছায়নি কোনো ভারতীয় ব্যাটসম্যানের ইনিংস। এর পেছনে কেবল ভালো বলেরই কৃতিত্ব দেখছেন না কোহলি। সঙ্গে ব্যাটসম্যানদের মনোযোগেও ঘাটতি ছিল বলে মনে করেন ভারতীয় অধিনায়ক।
তিনি বলেন, ‘বেশ কিছু ভালো বল ছিল। কিন্তু আমার মনে হয় না কঠোর কিছু হয়েছে। যখন রান আসছিল না তখন ওই পরিবেশটা তৈরি করা হয়েছে। আমার মনে হয় এটা দুইটির সংমিশ্রন- চেষ্টার ঘাটতি এবং বোলারদের ভালো জায়গায় বল করা।’
এমএইচ