মাশরাফির ফেরার ম্যাচে ইমরুলের সেঞ্চুরি

চোট কাটিয়ে দীর্ঘদিন পর আবার মাঠে ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে খেলতে নেমেছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। মাশরাফির ফেরার ম্যাচে তার দল রূপগঞ্জের বিপক্ষে ব্যাট হাতে ছড়ি ঘোরাচ্ছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ওপেনার ইমরুল কায়েস। দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নিয়েছেন নিজের লিস্ট এ ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি।
ইনিংসের ৪১তম ওভারে রূপগঞ্জের পেসার মেহেদী হাসান রানাকে লং লেগে খেলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কের স্বাদ পান ইমরুল। ১২৭ বলে শতক ছুঁতে ১১টি চার মারেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
জাতীয় দল থেকে বাদ পড়ে ফেরার অপেক্ষায় আছেন ইমরুল। তবে সম্প্রতি ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না তার। ডিপিএলের প্রথম রাউন্ডে অর্থাৎ আগের ম্যাচে খেলাঘরের বিপক্ষে ১৬ রানে আউট হন। রানের ফিরতে মরিয়া ইমরুল আজ পেয়ে গেলেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
৭০ বলে পঞ্চাশ রানের কোটার ছোয়ার পর পরের পঞ্চাশ করতে খেলেন ৫৭ বল। এই প্রতিবেদন লেখার সময় ১০২ রানে অপরাজিত ইমরুল।
টিআইএস