ফিফটির পর ফিরলেন লিটনও

তামিম ইকবালের সঙ্গে জুটির সেঞ্চুরি হয়নি। তবে লিটন দাস ঠিকই ফিফটি তুলে নিয়েছিলেন এরপর। ৫০ রানের মাইলফলক ছুঁয়ে অবশ্য তিনি টিকতে পারলেন না বেশিক্ষণ। কেশভ মহারাজের শিকার হয়ে ফিরলেন প্যাভিলিয়নে।
শুরু থেকে সাবধানী ব্যাটিং করছিলেন লিটন। তবে তিনি হাত খোলেন ১৬ ওভারের পর। তাতে বাংলাদেশের রানের গতিও বাড়ে তরতরিয়ে। জুটির সেঞ্চুরির আগে ফেরেন তামিম ইকবাল।
সঙ্গীকে হারানোর পরই লিটন তুলে নেন ফিফটি। ৬৬ বলে ৫০ ছুঁয়ে ফেলেন তিনি। তবে এরপর খুব বেশিক্ষণ উইকেটে থাকা হয়নি তার। যে কেশভ মহারাজকে তুলোধুনো করে হাত খুলেছিলেন তিনি সেই কেশভেরই শিকার বনেন তিনি।
সঙ্গী তামিমের উইকেটের ধরনে মিল আছে তার। তামিম হঠাৎ নিচু হয়ে যাওয়া এক বলে উইকেট খুইয়েছিলেন। লিটনও সেভাবেই আউট হলেন। কেশভের বলটা একটু নিচু হয়ে এলেও তা ধরতে পারেননি লিটন, কাট করতে গিয়ে ব্যর্থ হয়ে বোল্ড হয়েছেন তিনি।
এনইউ