বাংলাদেশকে বড় রানের দিশা দিয়ে ফিরলেন সাকিব-ইয়াসির

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ইনিংসটা যেখানে শেষ করেছিলেন, আজ সেঞ্চুরিয়নে যেন সেখান থেকেই শুরু করলেন সাকিব আল হাসান। তাকে সঙ্গ দিচ্ছিলেন ইয়াসির আলী। দারুণ সব স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে করেছিলেন ফিফটি, বাংলাদেশকে দেখাচ্ছিলেন বড় রানের আশা। তবে ৪০ ওভারের পর দুজনকেই হারিয়েছে সফরকারীরা।
বাংলাদেশ সবশেষ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল সেই ২০১৯ সালে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাকিব আল হাসান করেছিলেন ৭৫ রান। আজ যেন সেই ছন্দ ফিরে এসেছিল সাকিবের ব্যাটে। উইকেটে যখন এলেন, তখন বাংলাদেশের রান রেট ছিল সাড়ে চারের মতো। একটু পরই ওপাশ থেকে বিদায় হয় লিটন দাস-মুশফিকুর রহিমের।
এরপর খোলসে ঢুকে না গিয়ে প্রতি আক্রমণের কৌশল বেছে নেন সাকিব আল হাসান। সঙ্গী হিসেবে পান ইয়াসির আলীকে। শুরুতে অবশ্য তিনি কিছুটা রয়ে সয়ে খেলেছেন। তবে থিতু হওয়ার পরই বাড়িয়েছেন রানের গতি। একের পর এক বল আছড়ে পড়েছে সীমানা দড়ির ওপারে। তাতে বাংলাদেশের রান রেটও বেড়ে ছয়ের কাছাকাছি চলে আসে।
তবে ৪২তম ওভারে এসে ছন্দপতন ঘটে। লুঙ্গি এনগিডির বলে এলবিডব্লিউর শিকার হন সাকিব। এর এক বল পরই কাগিসো রাবাদার বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন ইয়াসির।