মাশরাফির কাছে ছুটে গিয়েছিলেন সাইফউদ্দিন

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মোহাম্মদ সাইফউদ্দিনের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া পিঠের চোটের কারণে জাতীয় দল তো বটেও, ঘরোয়া টুর্নামেন্টগুলোও খেলতে পারেননি এই অলরাউন্ডার। দীর্ঘদিন পর এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দিয়ে আবার মাঠে ফিরেছেন। তবে স্বস্তি পাচ্ছেন না তিনি। এ জন্য অনুপ্রেরণা খুঁজতে মাশরাফি বিন মুর্তজার শরণাপন্ন হয়েছেন সাইফউদ্দিন।
আজ (শনিবার) মিরপুরে মাশরাফির সঙ্গে দেখা করেন সাইফউদ্দিন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাইফউদ্দিন বলেন, ‘উনি অনেক ইনজুরি প্রবণ ছিলেন। কীভাবে কামব্যাক করেছে। এজন্যই ওনার সঙ্গে দেখা করা। আমাকে বললেন- চিন্তা করিস না। বড় ভাইদের মোটিভেশন আসলে অনেক কিছু বদলে দেয়।’
সঙ্গে যোগ করেন সাইফউদ্দিন, ‘যেহেতু খুব হতাশায় ছিলাম। যেহেতু মাঠেই পেয়ে গেলাম, এখানেই কথা বললাম। সব মিলিয়ে কীভাবে কী করতে হবে, কীভাবে মানসিকভাবে দৃঢ় থাকতে হবে এসব নিয়ে কথা হয়েছে।’
এদিকে খণ্ডকালীন সময়ের জন্য বাংলাদেশের দলের পাওয়ার হিটিং পরামর্শক হয়েছেন দক্ষিণ আফ্রিকার অ্যালবি মরকেল। জাতীয় দলের সঙ্গে না থাকায় মরকেলের কাছ থেকে পরামর্শ নেওয়ার সুযোগ হারিয়েছেন সাইফউদ্দিন। এজন্য আক্ষেপ ঝরল এই অলরাউন্ডারের কণ্ঠে।
সাইফউদ্দিন বলেন, ‘আমি ছোট বেলায় মরকেলের ভক্ত ছিলাম। ওর মতো আমিও বাম হাতে ব্যাট করি, ডান হাতে পেস বল করি। ওর সাথে থাকলে বা কাজ করলে অথবা এখন দলের সাথে থাকলে ভালো লাগতো। তবে আমি যেহেতু নিল ম্যাকেঞ্জির আন্ডারে ক্যাম্প করেছি, জাতীয় দলে খেলেছি তখন ব্যাটিং টেকনিক বা আমাকে যেগুলা বলেছিলো আমি এখনো ডোমেস্টিক খেললে বা ন্যাশনাল টিমে খেললে ওসব ফলো করি। আমার দেখা ওয়ান অব দ্য বেস্ট ম্যাকেঞ্জি। কখনো আমার সুযোগ হলে মরকেল থেকে নিতে পারবো।’
টিআইএস/এটি/এনইউ