সেমিফাইনালে থেমে গেল ইমরানের দৌড়

বাংলাদেশ সময় রাত পৌনে ১২টা। এরপরও ক্রীড়াপ্রেমীদের চোখ ছিল অনলাইনে। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান সার্বিয়ার বেলগ্রেডে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে খেলছেন। ইমরান সেমিফাইনালে প্রথম হিটে সাত নম্বর লেনে ছিলেন। স্টার্টিং হওয়ার পর অন্য সাত প্রতিযোগী দৌড়ালেও ইমরান এক স্টেপ দিয়ে থেমে গিয়ে বিস্ময় প্রকাশ করেন। ততক্ষণাত তিনি অফিসিয়ালদের সঙ্গে আলাপ করেন। কিন্তু তাতে অবশ্য পুনরায় হিট হয়নি। অফিসিয়াল স্কোর শিটে ইমরানকে দেখানো হয়েছে তিনি দৌড় শেষ করেননি।
সেমিফাইনালে তিনটি হিট। প্রতি হিটে আটজন প্রতিযোগী। প্রতি হিট থেকে দুই জন করে ফাইনালে উঠছেন। ইমরানের হিটে যিনি দ্বিতীয় হয়েছেন তার টাইমিং ৬.৬৩ সেকেন্ড। যা ইমরানের চেয়ে মাত্র ০.০১ সেকেন্ড বেশি।
৬০ মিটার বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসের সেমিফাইনালে অংশ নেওয়া ২৪ জনের মধ্যে এশিয়ান মাত্র চার জন। বাকি বিশ জনই অন্য মহাদেশের। আর একমাত্র দক্ষিণ এশিয়ান ইমরান। ইমরানের হিটে আট জনের মধ্যে ছয় জনের টাইমিংই তার চেয়ে বেশি। একজনের তার সমান ৬.৬৪।
আজ বাংলাদেশ সময় বিকেলে ইমরান পুরো দেশের ক্রীড়াঙ্গনে তাক লাগিয়ে দেন। অলিম্পিয়ান স্বর্ণজয়ীর সঙ্গে দৌড়ান তিনি। এই হিটে ছিলেন দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব। তিনি ইমরানের চেয়ে অনেক পেছনে পড়েন। ইমরান বাংলাদেশের অ্যাথলেটিক্সে নতুন আশার সঞ্চার করেছেন।
এজেড/এসএসএইচ