হীরার হ্যাটট্রিকে নেত্রকোনাকে হারাল টাঙ্গাইল

অনূর্ধ্ব-১৪ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে (বালিকা) হীরার হ্যাটট্রিকে নেত্রকোনার বিপক্ষে বড় জয় পেয়েছে টাঙ্গাইল। আজ রোববার বিকেলে শেরপুর ভেন্যুতে উদ্বােধনী খেলায় অংশগ্রহণ করে টাঙ্গাইল জেলা ও নেত্রকোনা জেলা। খেলায় টাঙ্গাইল দলের স্ট্রাইকার তানজিলা আফরােজ হীরার হ্যাটট্রিকে ৪-০ গােলে জেতে টাঙ্গাইল।
খেলার শুরু থেকেই টাঙ্গাইল জেলার কিশোরীরা ছন্দময় ফুটবল খেলতে থাকে। এতে নেত্রকােনা জেলার খেলােয়াড়রা চাপে পড়ে। একপর্যায়ে ২৮ মিনিটের মাথায় টাঙ্গাইলের স্ট্রাইকার হীরা প্রথম গােলটি করে। বিরতির পর টাঙ্গাইলের আক্রমণ আরো বেড়ে যায়। দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিট ও ৫৪ মিনিটে হীরা আরও দুই গাল করে হ্যাট্রিক পূর্ণ করে, টাঙ্গাইল এগিয়ে যায় ৩-০ গোলে। দলের পক্ষে ৫৮ মিনিট অপর গোলটি করে মিডফিল্ডার সুরমা আক্তার।
এর আগে প্রধান অতিথি জেলা প্রশাসক মাে. মােমিনুর রশীদ বেলুন উড়িয়ে শেরপুর ভেন্যুর খেলা উদ্বােধন ঘোষণা করেন। এরপর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ফুটবল এসােসিয়শনের (ডিএফএ) সভাপতি মানিক দত্ত। এ সময় সদর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, ডিএফএ সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বাফুফে কর্মকর্তা মানস বাবুরাম, বাফুফে কােচ আমিন রানা সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
এনইউ