সাকিবকে ছাড়াও ভালো করবে দল, বিশ্বাস মুমিনুলের

সাকিব আল হাসান না থাকলে দলে শূন্যতা তৈরি হয়। বিশ্বসেরা এই অলরাউন্ডারের অনুপস্থিতি দুজন ক্রিকেটার দিয়েও পূরণ করা সম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। ঊরুর চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে থাকবেন না সাকিব। তার ঘাটতি পূরণে একাদশে অন্তত দুটি পরিবর্তনের আভাস দিয়ে রাখলেন মুমিনুল।
এবার বাংলাদেশ সফরে তুলনামূলক দুর্বল দল নিয়ে এসেছে উইন্ডিজ। তবুও সুবিধা করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হার টাইগারদের। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আগামী ১১ ফেব্রুয়ারি। ঢাকা টেস্টে অলরাউন্ডার সাকিবকে পাচ্ছে না স্বাগতিকরা। প্রথম টেস্টে পাওয়া ঊরুর চোটে ছিটকে গেছেন সাকিব।
সাকিব না থাকায় দলে বড় শূন্যতা তৈরি হয়েছে। সেটি মানছেন অধিনায়ক মুমিনুলও। তার ঘাটতি পূরণে বৃহস্পতিবার শুরু হওয়া ম্যাচে অন্তত দুইটি পরিবর্তনের আভাস দিয়ে রাখলেন মুমিনুল। বুধবার এক ভিডিও বার্তায় টাইগার অধিনায়ক বলেন, ‘সাকিব ভাই যেহেতু নেই, দুইজন খেলোয়াড়কে দলে নিতে হবে। এটা শুধু আমি না, আপনারা সবাই জানেন। সে জায়গায় দুজন খেলোয়াড় হয়তো নতুন করে খেলবে।’
তবে সাকিবের অনুপস্থিতিতে দল ঘুরে দাঁড়াতে পারবে না, তেমনটি মনে করেন না মুমিনুল। তার ভাষায়, ‘যেভাবে নিবেন আরকি। সাকিব ভাই নেই, দল চলবে না, পৃথিবী চলবে না, বাংলাদেশ চলবে না, এটাও না। এর আগেও সাকিব ভাই ছিলেন না, তখনো বাংলাদেশ ভালো খেলেছে। সত্যি কথা আমি ওভাবে চিন্তা করছি না। সাকিব ভাইয়ের না থাকা নিয়ে চিন্তা করছি না, বিষয়টা যেন মাথায় না থাকে সেই চেষ্টা করছি।’
সাকিবের পাশাপাশি ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। নতুন করে দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। সাকিবের পরিবর্তে সৌম্যকে দলে নেওয়ার কারণ জানিয়েছেন মুমিনুল।
টেস্ট অধিনায়ক বলেন, ‘সাকিব ভাই না থাকলে দুইটা খেলোয়াড় নিতে হয়। সে কারণে ব্যাটিং-বোলিং দুইটাই পারে, এরকম খেলোয়াড়ের দরকার ছিল। সে কারণেই হয়ত সৌম্যকে দলে নেওয়া হয়েছে। যেহেতু সাদমান নেই, পরিবর্তন আসতে পারে। সাকিব ভাই যেহেতু নেই, মাঝখানেও একটা পরিবর্তন হতে পারে, ছয় নম্বরে।’
টিআইএস/এটি