জরুরি বৈঠকে ব্রাদার্সের নতুন চেয়ারম্যান

ঘরোয়া ফুটবলে তৃতীয় শক্তি হিসেবে সত্তর দশকে ব্রাদার্স ইউনিয়নের আর্বিভাব ঘটে। দেশের ফুটবলের অনেক ইতিহাসের জন্ম হয়েছে ক্লাবটির মাধ্যমে। সেই ব্রাদার্স এবার চলমান ফুটবল মৌসুমে বেশ সংকটে পড়েছে।
১৫ ডিসেম্বর ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিন। ব্রাদার্স ইউনিয়ন একেবারে শেষ মুহূর্তে ফুটবলারদের ফরম জমা দেয়। নিবন্ধন ফরম জমা দিলেও গত মৌসুমের পারিশ্রমিক বকেয়া থাকায় কয়েকজন ফুটবলার ক্লাব ক্যাম্প ছেড়ে গিয়েছিলেন।
শুক্রবার মধ্যরাতে ক্লাবের শীর্ষ কর্তারা দৌড়ঝাঁপ করেন। শনিবার বিকেলে ক্লাব প্রাঙ্গনে জরুরি বৈঠকে বসেন ক্লাবের সভাপতি, ডিরেক্টর ইনচার্জসহ অনেক পরিচালকরা।
জরুরি সভা শেষে ক্লাবের ডিরেক্টর ইনচার্জ মহিউদ্দিন আহমেদ মহী বলেন, ‘আমাদের কিছু সমস্যা হয়েছিল, সেই সমস্যা ইতোমধ্যে সমাধান হয়েছে। রোববার থেকে অনুশীলন শুরু হবে।’
ক্লাব সভাপতি নজরুল ইসলাম (দুলাল) সমস্যা হওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন,‘আমাদের সমস্যাটা ছিল আর্থিক। করোনার কারণে ব্যবসা-বাণিজ্যে মন্দা। পাশাপাশি কারো একটু সর্দি-জ্বর হলে সামগ্রিক কর্মকান্ড স্থগিত করতে হয়েছিল। সব কিছু মিলিয়ে এখন আমরা গুছিয়ে উঠেছি।’
জরুরি বৈঠকে ফুটবল কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন ইমতিয়াজ আহমেদ মান্নাফী। স্থানীয় এই কাউন্সিলর বলেন,‘ক্লাবের সঙ্গে আগে থেকেই সম্পৃক্ত ছিলাম। তবে এবার দায়িত্বটা অনেক বেশি। আমরা খেলোয়াড়দের সম্মানীর পাশাপাশি স্বাস্থ্য সচেতনার বিষয়টিও গুরুত্ব সহকারে দেখছি।’
এমএইচ