অবশেষে মোহামেডানের নির্বাচনের তারিখ ঘোষণা

অবশেষে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেড। ৬ মার্চ লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন। বুধবার বাংলাদেশ আইনজীবী সমিতির সভাপতি ও ক্লাবের স্বাধীন চেয়ারম্যান অ্যাডভোকেট এএম আমিন উদ্দিনের সভাকক্ষে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওছার।
৪ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৬ মার্চ দুপুর ২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিকুঞ্জ-২এ অবস্থিত লা মেরেডিয়ান হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটাররা একজন সভাপতি ও ১৬জন পরিচালক নির্বাচিত করবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ২২ ফেব্রুয়ারি সকাল দশটায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওছারের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন। ওইদিন সকাল ১১টায় ভোটার তালিকার আপত্তির ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
একই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) মনোনয়নপত্র বিক্রি করবে নির্বাচন কমিশন। পরিচালক পদের জন্য ১০ হাজার টাকা এবং সভাপতি পদের ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। ১ মার্চ দুপুর ২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা।
ওইদিন রাত আটটায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ৩ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রার্থী তালিকা বাছাই, আপত্তি ও শুনানি শেষে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ওইদিন রাত আটটা পর্যন্ত প্রার্থীরা চাইলে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিতে পারবেন। প্রতিনিধির মাধ্যমেও প্রার্থীতা প্রত্যাহার করা যাবে।
এমএইচ